পাতা:সত্য ইতিহাসসার.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 রোমীয় সৈন্যের মধ্যে অনেক বীরগণ ছিল তিতমানুীয়ের গন্ধর পতন পৰ্ব্বক মরণের পরে দিশীয় নামে আর এক ব্যক্তি স্ব দেশের হিতার্থে নিজ প্রাণ উৎসর্গ করিলেন । লাটিন লোকদের সহিত রোমীয়দের যুদ্ধসময়ে রোমায়ের। প্রায় পরাজিত হয় এমত দেখিয়া দিশীয় মহাদুঃখিত হইলেন। পরে তিনি এক প্রধান যাজককে আহ্বান করিয়া কহিলেন যে দেখ, स्वार्मिं'हेमव्नेछ। হিতাৰ্থে দৈৰোদেশে নিজ প্রাণ উৎসর্গ করি। তথন বালিরীয় নামে ঐ প্রধান যাজক উপস্থিত হইয়া দিশায়ের মন্তক বস্ত্রাবৃত করিয়া এক নিক্ষিপ্ত বশীর, উপরে দাড়াইয়ণ বিশেষ প্রার্থনা করিতে আদেশ করিলেন। দিশীয় তাহা করিয়া নিজ গাত্রের যন্ত্র দৃঢ় রূপে বন্ধন করিয়া খড় চর্ম ধারী ও অশ্বারূঢ় হইয়ণ ੱਚ ਚੋਂ সৈন্যের মধ্যে রণস্থানে গমন করিলেন । ঐ উভয় সৈন্যের সৰ্ব্ব জন তাহাকে দেখিয়া তদীয় সাহসকে আশ্চর্য জ্ঞান করিল। বিপক্ষ লাটিনের তৎকালীন অজ্ঞানত প্রযুক্ত এমত বোধ করিল, যে আমাদের বিরুদ্ধে স্বর্ণকুইতে এই এক দূত প্রেরিত হইয়াছে।’ এব*২ রোমীয়ে রণ বোধ করিল, যে ইনি অইমাদিগের, স্থিতার্থে দেব শুক্তি প্রাপ্ত হইয়। এই দুঃসাধ্য কৰ্ম্ম করিতেছেন। এই প্রকারে তখন এক সৈন্যেতে ত্রাস ও অন্য সৈন্যেতে প্রত্যাশা ব্যাপ্ত হইল । দিশীয় কখক ম-যোদ্ধাকৈ বিনাশ করিয়া শেষেতে ক্ষতৰিক্ষতাঙ্গ হইয়। রণভূমিতে প্রাণ পরিত্যাগ করিলেন। পরে রোমী সৈন্য লাটিন সৈন্যকে জয় করিল। এই রূপে দেশীয় সেনাপতি নিজ প্রাণ উৎসর্গ করিয়া রোমী সৈন্যকে ৰিপদ