বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৮ - সিকদরের মকিস্থোনীয় দেশহইতে যাত্র। কৱিৰায় সময়ে আন্টিপটের জাহার প্রতিনিধিতে রাজ ছিলেন। তিনি ঐ উচ্চ পদস্থ হইয়। বহু দিন পর্যন্ত সুখভোগ করিয়া প্রাণত্যাগ করিলেন। তাহার মৃত্যুর পূরে তীয় দুই পুত্র কাসান্দর ও পালুপৰ্থ এই উভয়ে মাকিদোনৗয়ের রাজা ছিলেন । কাসান্দর গৌরবীকান্ধী হইয়ং ধূৰ্ত্ততাতে ও পরাক্রমেতে ঐ দেশের অদ্বিতীয় রাজা হক্টলেন । \ তলমি অবধি মিসর দেশের তাবৎ রাজাকে অলমি ৰল। গেল । তিনি অশীতি, বৎসরের বৃদ্ধ হইয়া স্বীয় পুত্র তলমি কিন্ধাদেলুকে রাজ্য সমপর্ণ করিয়া রাজকর্মেতে নিমূহ হইয়। দুই বৎসরের পরে প্রাণত্যাগ করিলেন । তিনি মহ। ৰিদ্বান ও সাধু ছিলেন । তিনি মিসর দেশেতে এক মহা পুস্তকালয় প্রস্তুত করিলেন। ঐ প্রস্তরময় গৃহ সহস্ৰ বৎসরের পরে বিরুদ্ধ সৈন্যকর্তৃক দগ্ধ হইয়ণ নষ্ট হইল। তলমির এই এক উত্তম কথা ছিল, যে রাজা স্বয়৩২ ঐশ্বৰ্য্যশালী না হইয়। অন্য ব্যক্তিকে ঐশ্বৰ্য্যবান করেন তিনি মহা গৌরবান্বিত হন। লুসিমাথ পিট নামক ইপিরের রাজাকে জয় করিলেন ; কিন্তু পরে তিনি সিলুককর্তৃক পরাস্ত হইয়া বিনষ্ট হইলেনু । ঐ সিলুক মহা বলবান ছিলেন । তাহার পুত্র পৌত্ৰাদি সন্তানক্ষে তদবধি সিলুকীয় বলা যায়। - . . " সিলুক স্তুতনিক নামে এক পরম সুন্দরী কন্যাকে বিৰাহ করিলেন ;ণববাহের কিছু দিন পরে অন্তিওখ নামে তাহার পঙ্কান্তরের পুত্র পীড়িত হইলেন। তাহাতে অনেক চিকিৎসক তাহার রোগ নির্ণয় করিতে পারিলেন না । কিন্তু পরে ইরাসিস্থাত নামে এক বিজ্ঞ চিকিৎসক ঐ ব্যাধির কারণ নির্ণয় -