পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిబిసె so দ্বাড়ী ও এক শত কুড়া ২ যোদ্ধাযুক্ত তিন শত ত্ৰিশ জাহাজ লইয়া হান্ন ও আমিলকার নামে দুই সেনাপতির অধীন কখাজের তাবৎ জাহাজের সহিত যুদ্ধ করিয়া জয় করিল। তাহাতে রোমীয়ের আনন্দেতে কত হইয়ণ মধ্যস্থ সাগর পার হইয়। আফুিকাতে উপস্থিত হইয়। ক্সিপিয়া নামে এক ক্ষুদ্র নগরকে আক্রম পৰ্ব্বক জয় করিল। রেগুল সেনাধ্যক্ষ হইবার জন্যে সেখানে অবস্থিতি করিতে আজ্ঞা প্রাপ্ত হইলেন ; কিন্তু তিনি রোম দেশে আপনার যে কিঞ্চিৎ শস্য ক্ষেত্র, তদ্বিষয়ে চিন্তা যুক্ত হইয়া স্ব গৃহে গমনে আজ্ঞ প্রার্থনা করিলেন । তৎপ্রযুক্ত অন্য এক জন উৎপদাভিষিক্ত হইল। পরে রেগুল আপন স্ত্রী পুত্রের আহ্লারাদি নিৰ্বাহক ব্যাদি স~গুহ করিয়া পুনৰ্বর আসিয়া ঐ সেনাধ্যক্ষ কৰ্ম্মে নিযুক্ত হইলেন। কার্থীজীয়েরা ম্লান্ত হইতে সৈন্য প্রাপ্ত হইয়ারোমি লোকদের সহিত যুদ্ধ করিয়ণ জয়ী হইল ; তাহাতে ঐ সেনাধ্যক্ষ রেগুল বন্দী হইলেন। এই জরের প্রধান কারণ য়ুনানী লোকদের সহায়তাৎ তৎপ্রযুক্ত কথোজীয় সৈন্যগণ মহা বিমর্ষ হইল, এবণ যখন অসপনাদের-জাহাজে য়ুনানী সৈন্যকে ब দেশে প্রেরণ করিল, তখন সপরিবারে য়ুনানী সৈন্যের প্রধান সেনাপতিকে বধ করিতে আজ্ঞা দিল। দেখ, কার্থজ ব্যক্তিদের এই কেমন নিষ্ঠুরতা ও অকৃতজ্ঞতা ! . ঐ সেনাধ্যক্ষ রেগুল বহুকাল পর্যন্ত কার্থীজে বন্দী ছিলেন ; কিন্তু শেষেতৈ সন্ধিতদখে ও পরসরের বন্দি বর্গের মোচন পরিবর্ভের কারণ তিনি রোম দেশেতে কার্থজীয় জনকর্তৃক প্রেরিত হইলেন ; কিন্তু প্রেরণ কালে রেগুলকে তাহারণ এই শপথ করাইল, যে যদি সঠুি ও বন্দি মোচনের পরিবত্ত্বন