বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>82% ভাবে সন্ধি প্রার্থনা করিয়া- সিকিলী দেশ পরিভাগ করিতে ও তাহদের বন্দিগণকে মোচন করিতে ও নানাবিধ উপটৌকন প্রদান করিতে স্বীকার করিল ; এই রূপে তেইশ বৎসরের পরে প্রথম পুনিক যুদ্ধ সমাপ্ত হইল -డారణ ৩৬ ষটুত্রিশতম অধ্যায় । , হামিৰাল জেনাপতি ও ਢਿੱਲ਼ প্লfনক যুদ্ধের বিবরণ ।

প্রথম,পুনিক যুদ্ধের পরে বত্রিশ বৎসরের মধ্যে উভয় পক্ষে লিথিৱণর_যোগ্য কোনু আশ্চর্য বিষয়’উপস্থিত হয় নাই । পরে দ্বিতীয় পুনিক যুদ্ধ আরম্ভ হইল। গ্রীষ্টের জন্মের-দুইশত ছাব্বিশ বৎসরের পূৰ্ব্বে রোমীয়েরা পো নামক নদী পার । হইয় গল দেশে উপস্থিত হইলে তাহাদের প্রধান সেনাপতি মশেল যুদ্ধেতে গলীয় ভূপতিকে বধ করিল। তৎকালে গলীয় লোক অত্যন্ত সুসভ্য ও নিষ্ঠুর ও অধোবস্ত্র মাত্র ধারণ ছিল । তাহারা যে এ বিপক্ষ সৈন্যকে সপ~গ্রামে নষ্ট করিত তাছাদের মস্তকের খুলী লইয়ন তাহাতে পান করিত দেখ, বিদ্যাদ্বারা কি না হইতে পারে? যে হেতু এই ক্ষণে সেই গলীয় দেশ ফিরিঙ্গী দেশরূপে বিখ্যাত হইয়াছে, এব-২ তদেশীয়ের অতিসভ্য ভব্য হুইয়াছে । ঐ. সময়েতে স্বর্ণ রজতের নানা থানিযুক্ত স্লেন দেশ কার্থজীয়দের অধিকার ছিল । কার্থীজ লোকদের প্রধান সেনাপতি হান্নিবাল । তিনি আমেলকারের পুত্র। ঐ হান্নিবদুল মহাপুরুষের ন্যায় অসস্কোচে অবিবাদে সকল প্রকার- পরিশুম ও কুেশ ও উত্তাপ ও শীত সহ্য করিতে পারিতেন । খুব সুখ দুঃখে সমভাব ছিলেন।