পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৫৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

$8 by জাম্বুদ অর্ণর কিছুতেই হয় মণ । পরন্তু পলু জ্ঞাপন পিতা মাতার মনোমুখ জন্মাইলেন ক্টেনন তিনি ভগবান হইয়াও স্বীয় কনিষ্ঠ ভাত দিমিত্ৰীয়ের প্রতি দ্বেষ পৈশুন্য করিলেন। যদ্যপি দিমিত্রীয় পঞ্চ বর্ষের কনিষ্ঠ তথাপি প্রিয়ক্রুদ্রও সৰ্ব্বজনপ্রিয় হেতুক জ্যেষ্ঠভূতি পসু তাহার দ্বেষ পৈশুন্য করতে লাগিলেম। দিমিত্রীয় রোমনগরে কিয়খ কাল বাস করিয়াছিলেন, এই কারণ জ্যেষ্ঠ ভাতা দ্বেষভাবে আপন পিতাকে কহিলৈন, যে দিমিত্রীয় তোমাপেক্ষারোমীয় লোককে অধিক ভাল বাসে ; এই রূপ ভেদক বাক্য কহিয়া প্রতার অন্তঃকরণ ভার করিলে পিতা কোপাবিষ্ট দিমিত্রীসুকু বধু কবিতে আজ্ঞা করিলেন। এই সকল বৃত্তান্ত প্রাচীন গ্রন্থে বাহুল্য রূপে লিখিত আছে। ফিলিপ বা কি প্রকারে উভয় পুত্রের প্রতি বিচারকর্ড হইলেন,ও কি প্রকারে বা জ্যেষ্ঠভাতা কনিষ্ঠ ভাতাকে অপৰাদগ্ৰস্ত করিলেন, ও ভাতার ঐ অপবাদবিষয়ে কি রূপে উত্তর প্রত্যুত্তর করিলেন, ও কনিষ্ঠ ভাত দিমিত্ৰীয়ের কি প্রকারে বা মৃত্যু হইলু,এই সকল বৃত্তান্ত প্রাচীন গ্রন্থে বিস্তারিত আছে । দ্বিমিত্ৰীয়ের মরণের পরে পর্যুর মিথ্যাবাদিত্ব প্রকাশ হইল। পিতা তাহা জ্ঞাত হইয় গুণবান যৌৱনস্থ দিমিত্ৰীয়ের প্রতি স্বীয় নিষ্ঠুরতাচরণ স্মরণ করিয়া শোকেন্ডে ৰিঙ্কীর্ণন্তঃকরণে প্রাগ্রত্যাগ করিলেন। পিতার মৃত্যুর পরে পলু যুবরাজ রাজা হইলেন। তিনি প্রথমেতে রোমীয়দের সৃহিত যুদ্ধ করিবার জন্যে জার্থীয় লোকহইতে সম্পগোপনে সহায়ত প্রার্থনা করিলেন। পরে রোমীয়দের সঙ্কিত প্রকাশ রূপে যুদ্ধ করিতে