বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Yêl ধিয়া তাহাকে কারাগারে লইয়া গেল। পরে উহাকে বধ করিতে এক শিষ্ট্ৰীয় দাম প্রেরিত হইল। ঐ দাস উপস্থিত হইমুণ মারিয়ের জঙ্গলীয় ভয়ঙ্কর আকার দেথিয় নিকটে যাইতে সাহস করিতে পারিল না । তখন ঐ স্থানের অধ্যক্ষ দাসের উপস্থিত ভয়কে মঙ্গল ৰোধ করিয়া মারিয়ের বধ ন৷ করিয়া বরণ কুণরাগৃহহইতে মুক্ত করিলেন । ‘ তথুন তিনি ইটালি দেশস্থইতে পলায়ন করিয়ণ আফুিকাতে উপস্থিত হইয়ণ ভগ্ন কার্থজি নগরের এক স্থানে বসিয়া বিশুtাম করিলেন। তখন ঐ স্থানের অধ্যক্ষ উপকারক মারিয়ের সমাগৃত সমাচার শুনিয়া দূরে পলায়ন করিতে তদ্বারা অtঞ্জা প্রেরণ করিলেন । তখন তাহাতে তাহার কাপুরুষত্ব শেখ-করিয়া মারিয় অনেক ধিক্কার দিয়া দূতের প্রতি কহিলেন~~য তুমি অধ্যক্ষের নিকটে গিয়া হল, যে ভগ্ন কাখাজ নগরে বসিয়া থাকিতে আমি মারিয়কে দেথিয় আ ইলাম । পরে রোম নগলে তাহার সপক্ষ সিন্ন নামে এক সেনাপতি বিপক্ষ দলকে জয় করিলে,পুনৰ্ব্বার মারিয়ু রোম নগরে যাইয় তাহাদের প্রধান সেনাপতি হইলেন । সেই সময়ে পৈত্রিয় লোকদের স্বপক্ষ সিল্লা সেনাপতি আশিয়াতে ছিলেন । অতি দূরস্থ প্রযুক্ত তিনি শাস্তু আসিতে পারিলেন না, অতএব সিন্না ও মারিয় জয়ী হইয়া ও আপনাদের পূর্বমত সম্ভ্রান্তপদপ্রাপ্ত হইয়। নগরের মধ্যে ভূমণ করতে লাগিলেন । পরে এক যুদ্ধান্ত সিংহের ন্যায় বিক্রান্ত মারিয় সসৈন্য হইয়। নগরস্থ যে সকল লোকের প্রতি ভয় করিতেন, ও যাহাদিগকে বিপক্ষ দলফ্রোন্ত জানিলেন, তাহাদিগকে নিৰ্দ্দয় ও নিষ্ঠুরতারূপে বধ করিলেন । তিনি এই রূপে প্রধানকৰ্ত্ত হইয়াও