পাতা:সত্য ইতিহাসসার.djvu/১৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

" € বাটীতে ফিরিয়ণ যাইতে মনস্থ করিলেন ।” প্রত্যাগমন কালে বিপক্ষ প্রেরিত নানা দুৰ্জ্জন দ্বারা ধরা পড়িয়া সেই স্থানে হত হইলেন । - - - “দেখ, রোমীয়দের এই রূপ দৌরাত্ম্য ও অন্যায় কৰ্ম্ম শুনিয়া আমাদের আশ্চৰ্য্য বোধ হয় । যদি প্রামাণিক ৰিশ্বস্তু হেৰুৱেহইতে আমুর এই কথা না পাইতাম, তবে আমাদের কদাচ বিশ্বাস হইত না । যে হেতু দেখ, ই-রেজের রাজ্যেতে অত্যুৎকট অপরাধ করিলেই মনুষ্যের প্রাণ দণ্ড হয় ; কিন্তু অনেক বিবেচনা ও পুনঃপুনৰ্বিচার ব্যতিরেকে তাহ হইতে পারে না। . { পরে সিসিরের ভূত্যেরা তাহাৰুে এক নৌকাতে উঠাইল । কিন্তু শূন্যেতে উদ্ভূীয়মান কতকগুলি পক্ষিকে দেখিয়া তিনি অীপন অমঙ্গল বোধ করিয়া পুনৰ্ব্বার তীরেতে উঠিলেন। দেখ, এক অমঙ্গল শঙ্কাতে কত সহসু মনুষ্যের অমঙ্গল ঘটিল । তিনি তটে উপস্থিত হইলে তাহরে ভূত্যের পুনৰ্ব্বার নৌকাতে উঠিতে মিনতি করিল ; কিন্তু সুখাসনে উঠিবার সময়েতে তাহার ভুক্তৃিহন্তার ঐ স্থানে উপস্থিত হইল। সিসিরো তাহাদিগকে দেখিয়া সুথাসন নামষ্টিতে বাহকগণকে আজ্ঞা করিয়া নিজ চিবুকে দক্ষিণ পাণি রাখিয়া এৰু দৃষ্টে ঐ ছন্ত - ক্ষিণের মূখাৱলোকন কল্লিতে লাগিলেন। তখন তাহার ক্ষীণ শরীর ও মুখমণলিন্য দেখিয়াও উপস্থিত মৃত্যু নির্ণয় করিয়া ভূতোয় হাহাকার পর্বক রোদন করিল। পরে সিসিরে অণপন গলা বিস্তার করিলে প্রধান হন্ত এক থত্নাঘাতে তাহার মন্তক ছেদন করিল। পরে তাহার হস্তদ্বয়ও ছেদন করিল ও অর্ণ"স্তোনির আজ্ঞাক্ৰমে সেই ছিন্ন মস্তক ও হস্তদ্বয় লইয়ণ যে গৃহেতে সিসিরে পূনঃং বক্তৃতা প্রকাশ করিতেন, সেই গৃহের t