বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*** e०**धर्शभपष्टमें पञथriङ्ग । + ,! বিবরণ - - - - جو প্রথমে যুলীয় সিসার বৃতেম্ব দেশের প্রতি আক্রমণ করিলেন ; “পরে রোমায়ের/ তাহাদিগৰুে আপনাদের অধীন ৰোধ করিয়া তদ্বিষয়ে নিবৃত্ত ছিল । তাহতে বৃতেন নিবাসির মনে করিল, যে আমরণ স্বাধীন আছি। তিবিরীয় রাজ্যসময়ে কতক গুলি রোমীয় সৈন্যবড়েতে ভয় এক জাহাজদ্বারা বৃতেন দেশের নিকটে পড়িলে ত্বদেশীয় লোক কর্তৃক তাহার অনেক শুশ্ৰুষ। প্রাপ্ত হইল । পরে ঐ আলাপ পরিচয়দ্বারা কতক বৃতেন নিৱাসী রোম দেশ দেখিতে গেল, কতক বা তন্নিবাসির¥ আপনাদের বালকদিগকে শিক্ষাথে স্তখণ প্রেরণ করিল। এই প্রকারে এই উভয় দেশের আনুগত্যদ্বারা মিলন হইল । קדר পরে আপন রাজ্যসময়ে কালিগুলা বৃতেন দেশ অtক্রমণার্থে অনেক সৈন্য প্রেরণ করতে স্নাঘা করিতেন ; কিন্তু তাহার বাক্যেতে কেহ বিশ্বাস করিল না । • কুলীয় মহারাজ হইলে রোমীয় এক মূহ সৈন্য বৃতেন দেশে গমন করিয়া অনেককে জয় করিল। পরে কুাষ্ট্ৰীয় সেখানে স্বয়” উপস্থিত হইয় তাহাঞ্জের হইতে গৌরৰ ও উপটৌকন প্রাপ্ত হইলেন । সেই সময়ে-রোমীয়দের সহিত আলাপ ও সহৰাসেতে বৃতেন দেশায়ের কিঞ্চিৎ সভ্য হইয়াছিলেন, এর-২ বাণিজ্য ও যুদ্ধবিদ্যার কিঞ্চিৎ শিক্ষা পাইয়াছিলেন ; তথাপি তাহারা তখন অসভ্য ছিলেন। তখন তাহদের মধ্যে অনেক ক্ষুদ্র রাজ্য ও রাজা ছিলেন ; বিপক্ষহইতে উৎপাত