পাতা:সত্য ইতিহাসসার.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ཅཟི། རྩ་ཅིང་། སེམས་ হইলেন ; কিন্তু শেষেতে পরাভূত হইয়ণ রেশমীয় সৈন্যের ৰশৗভাৰ শঙ্কাতে বিষপান করিয়া প্রাণ ত্যাগ করিলেন । সমুতি নিরোর মৃত্যু বিৱরণ লিখি । তাছার জীবনের ন্যায় তাছার মৃত্যুও ভয়ঙ্কর হইল। যুলীয় বিন্দিক নামে তাহার এক সেনাপতি ছিলেন ; তিনি গল দেশের অধ্যক্ষ । পরন্তু উপজুৰি নিরোকে দূর করব!" অভিপ্রায়েতে এক কথা প্রকাশ করিলেন,যে যদি কেহ আমার নিকটে নিরোর মস্তক আনিতে পারে, তৰে আমি তাহাকে আপন মন্তক সমপর্ণ করিৰ । তৎকালে ইহাও প্রকাশ করিয়া কহিলেন, যে গালৱ। माप्म স্লেন দেশের অধ্যক্ষ নিরোর পরিবৰ্ত্তে মহারাজ হইবেন। এই সকল সমাচার শুনিয়া নিরে মহাত্ৰাসযুক্ত হইয়। কাপুরুষের ন্যায় রোমহইতে পলায়ন করিল। পশ্চান্নামি বিপক্ষগণকে আততায়ী নিশ্চয় করিয়ণ সে আত্মঘাতী হইতে উদ্যত হইল ; কিন্তু তথন তাহার হস্ত এমত কল্পিত হইতে লাগিল, যে তাহা করিতে ন পারিয়া স্বীয় দাসকর্তৃক হত হইল । সে মরণের পকোঁতে গৰ্ত্তের মধ্যে কিম্বা বৃক্ষমলে রাত্রি কালে শয়ন করিয়া দিবাতে কেবল কিঞ্চিৎ ধন্ধ ধ্ৰুটী ও জলস্বারা অতি কষ্টেতে প্ৰাণ ধারণ করিত। দেখ, এমন দুষ্ট নিদর ব্যক্তির কোন কুেশভোগ উচিত না হয় তাহার সমস্ত বৃত্তান্ত শুনিলে সকলে বোধ করিবে, যে এমন বুৱাত্মা ক্রর রাক্ষস কখন হয় নাই; অতএব ইহার যেমন কৰ্ম্ম তেমন ফল ।