বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০৯ তিনি জিতেন্দ্রিয় ও মনোনিগুহে পরম তৎপর ছিলেন। ও তদ্বিষয়ে এক দৃষ্টান্ত আছে, যে তিনি য়িহদায়ের রাজা অগ্নিপার ভগিনী বরিণিকীর প্রতি প্রেমাসক্ত ছিলেন, এবপ২ বরিণিকীও উপহার প্রতি প্রেমাসক্ত ছিলেন ; কিন্তু রোম মিৰাসিদের মত ছিল না, যে তাহাকে বিবাহ করেন; অতএব তাহার ক্ৰন্দনেতে ও সৌন্দর্য্যেতে মুগ্ধ 黨t হইয়া'আপুন প্রেমণসক্ত মনকে ধৈর্য্য করিয়া তাহাকে স্ব দেশহইতে র করিয়া তদ্বিৰাহে বিরত হইলেন । দেখ, য়ুখন তিত এই কৰ্ম্ম করিলেন, তথন মহা প্রেমী ও যুৱ ছিলেন, এব-১ মহারাজ হইয়া স্বেচ্ছাচারীও হইতে পারিতেন । ঐ সময়েতে অগ্নিকলা নামে এক রোমীয় সেনাপতি, বৃতেন দেশের অনেক গ্রাম নগর জয় করিলেন । তাসিত নামে এক ইতিহাসকন্ত তাহার কন্যাকে বিবাহ করলেন ; ও তাহার মুক্রিয়ার বিষয় অনেক ২ বৃত্তান্ত লিখিলেন। অগ্নিকলা উএলস দেশের নানা নগর জয় করিয়া আঙ্গলিয়ার এক ক্ষুদ্রোপদ্বীপু প্রাপ্ত হইলেন। পরে তিনি স্কটলাণ্ড দেশে উপস্থিত হইয়। ੋਟੋਸ਼ਨ੍ਹਾ গালগাক, সেনাপতিকে জয় করিলেন । পরে তিনি ক্রমেতে নানা স্থান জয় করিয়া ঐশীভূত লোকদিগকে সুশিক্ষা দিতে ও সভা করিতে প্রবৃত্ত হইয়ণ কাল যাপন করিলেন। রোমীয়েরা তাহাতে মহ। প্রশংসনীয় হয়, যে তাহাৰুণ অসভ্য লোকদিগকে জয় করিয়া তাহাদিগকে সুশিক্ষাদ্বার সভ্য ভবা” করিত। অগ্নিকল স্কটলণ্ড দেশে অনেক ঐ দুর্গ প্রস্তুত করিলেন, ও বৃতেন লোকদের নিমিত্তে নানা গৃহ নিৰ্মাণ করিলেন, ও আপনাদের কারণ নিৰ্ম্মাণ করিতে তোহাদিগকে শ্লিষণ দিলেন ।