বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১২ ও বিদ্যাতে ও শিল্প কৰ্ম্মেতে ক্রমে ২ মান্য হইতে লাগিল । রোম দেশের অধীন হইয়ণ তাহারণ এই উত্তম ফল প্রাপ্ত হইল । তাহারণ অনেক বার স্বাধীন হইতে যত্ব. করিল, কিন্তু পারিল না ; তথাপি বিদ্যাতে ও স~গ্রামেতে সুশিক্ষিত । হইয় তাহারা বহু কালান্তে নিস্কৃতি পাইল । দমিতিয়ানের বধের পরে মন্ত্ৰিগণ নৰ্ব্বাকে মহারাজ করিতে মনস্থ করিলেনণ তিনি প্রাচীন ও ধাৰ্ম্মিক মানুষ, ও স্বভাবেতে অতি মৃদু; কিন্তু রোমীয়ের সুখভোগী ও অবাধ্য প্রযুক্ত তাহদের জন্য এক প্রবল মহারাজের প্রয়োজন হইল। মনের ধৈর্য্য ৱ্যতিরেকে সূক্রিয় হইতে পারে না ; কেননা যদি আমাদিগের জ্ঞান ও স্বতে বিবেচনা হয়, তথাপি তদনুসারে কৰ্ম্ম করিতে অামাদিগের সাহস ও ধৈর্য না হয়, তবে সে জ্ঞান ও সদ্বিবেচনাতে কি ফল হয় ?" এই কারণ মৰ্ব্ব1"পরম ধাৰ্ম্মিক ও জ্ঞানী হইয়াও ধৈয্যের অভাব প্রযুক্ত অণপন দেশের স্থিতার্থে কোন সূক্রিয়া করেন নাই ; এক বৎসরের কিঞ্চিৎ অধিক কাল রাজত্ব করিয়া জ্বরেতে পীড়িত হইয়া প্রাণত্যাগ। করিলেন । মরণসময়েতে নবী রাজ্য পদ্ধে ত্রাজানকে মনোনীত করিলেন, ও ত্বাহাকে স্কিযুক্ত করণে প্ৰজাগণের পরম হিত করিলেন ; “ কেননা ত্রাঞ্জান মহা সেনাপতি ও বিজ্ঞ রাজা ও উত্তম পুরুষ ছিলেন । তিনি নন। দেশ জয় করিলেন, তথাপি রোম নগরে প্রত্যাগমনকালে ঐশ্বৰ্য্যেতে ও জয়োল্লাসেতে প্রবেশ করিলেন না । তৎকালে জয়ধূনি পৰ্ব্বক মগর প্রবেশ করিতে প্রজাগণ তাহাকে মিনতি করিলে তিনি তাহ স্বীকার ত্ৰলেন না। পরাজিত দেশের মধ্য দিয়া ভ্ৰমণ করিয়া তিনি কাহারে স্থানে কর গ্রহণ করিলেন না, ও কাকার কিছু উপ