বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

食为8 চিকিৎসক ফিলিপের প্রতি স্নেহ প্রকাশ করিয়াছিলেন, ত্রাজান মহারাজও সেই মত আপন মিত্র সুরার প্রতি পরম সুেহ প্রকাশ করিলেন । যেমন মহারাজের মনেতে সক্ষুণের উদয় ছিল, তেমন তাহার এক প্রজার মনেতেও ছিল ৷ এক সময় লঞ্জিন নামে এক রোমীয় সেনাপতি ভাসীয় লোককর্তৃক ধরণ পড়িলে সেই দেশের রাজা কহিলেন, যে যদি জাজান মহারাজ অামার সহিত সন্ধি বিধান না করেন, তবে এই বন্দি সেনাপতিকে অামি ৰথ করিব। . তাহাতে ত্ৰাজান কহিলেন, যে এক জনের রক্ষাথে অনেকের অনিষ্ট করা উচিত নয়। লজুিন ও তাঁহাতে সম্মত হইলেন, ও তাহার বিষয়ে যেন বিবাদ বৃদ্ধি না হয়, তন্নিমিত্তে তিনি আত্মঘাতী হইয়া প্রাণত্যাগ করলেন । প্রথমাবস্থাতে ত্রাজান খ্ৰীষ্টিয়ানদের প্রতি দ্বেষ করিয়াছিলেন, কিন্তু প্লিনির ভুতৃিপুত্র কনিষ্ঠ পুনি বিগুনিয়া দেশের অধ্যক্ষ হইয়ং শ্রীষ্টিয়ানদিগের সূক্রিয় ও সদ্ব্যবহারবিষয়ক এক লিপি তাছার প্রতি লিখিলে তিনি তাহাতে ক্ষান্ত হইলেন । ত্ৰাজানের সময়েতে য়িহুদীয়ের মহা উপদ্ৰৱ করিয়া কুপ্র উপদ্বীপে ও আর খ স্থানে অনেক মনুষ্যগণকে ৰন্ধ করিল, কিন্তু অতি শীঘ্রই তাহদের সেই দপ থৰ্ব্ব হইল । লাজান অনেক যুদ্ধেতে বিজয়ী হইয়াছিলেন ; কিন্তু তদূর বিখ্যাত নহেন ; পরস্তু প্রায় ধি৭১সতি বৎসর পর্যন্ত তাহার রাজ্যেতে প্রজাগণ বুথের্তেও নিরুদ্বেগেতে কালযাপন করিল, এই কারণ মহা বিখ্যাত হইলেন * পুরে সিলুসিয়া দেশেতে এফস-ঘাতিক স্লোগেতে পীড়িত হইয় প্রাণত্যাগ করিলেন।