বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ই ই ৩ উত্তীণ হইয়। ইউরোপের তাৰদেশে ব্যাপিল । তাহারণ সেলু লোকহইতে ভিন্ন ; কেননা সেন্তু লোক পিরিণী পৰ্ব্বতের সমীপ ভূমিহইতে আগত হইয় ছিল। সিসারের সময়ে গোখীয়ের সেতু লোকদিগকে গল দেশে দূর করিয়াছিল, সেক্ট্রীয়দের কতক বশ স্কটলণ্ডু ও এলাণ্ড ও উগ্ৰস্তু দেশে গিয়া বাস করিল । তাহীদের মধ্যে অনেক দ্রুইদ লোক ছিলেন, তাহারণ ব্ৰাহ্মণের ন্যায় যাজক ও পণ্ডিত ছিলেন, গোখ লোকদের মধ্যে ফ্ৰইদ ব্যক্তির ছিলেন না। গোথ ও সেতু ভাষাতে অনেক প্রভেদ আছে। এবত হন নামে অপর অসভ্য লোক তার্তার দেশহইতে প্রথমে উপস্থিত হইল । سه ماه هخصهه ۰ - ং৭ সগুপঞ্চাশত্তম অধ্যায়। সেমোৰিয়া ও ফিঙ্গাল ও ফুঙ্কেীয় লোকদের বিবরণ। অনেক দূষ্ট রাজার পরে এক উত্তম মহারাজ হইলে সৰ্ব্ব জনের রমাসুদ হয় " হেলিয়গাৱালের পরে সিকদর নামে এক মহারাজ জুইলেন. তিনি কোমল স্বভাব ও পরমজ্ঞানী। রোমীয়ের তথন উত্তম মহারাজের যোগ্য নয় ; কেমন যদ্যপি এই মহারাজ অনেক যুদ্ধেতে জয়ী হইয়াছিলেন, ও পর্ব ং রাজার, স্থাপিত মান অনীতি দূর করিয়াছিলেন, ও স্বয়-১ মহা সভ্য ও দয়ালু ও পরম ধৰ্ম্মিক ছিলেন, তথাপি ত্রয়োদশ বৎসর মাত্র রাজত্ব করিয়া স্বসৈন্যকর্তৃক নিহত হইলেন। তাহার মাতা অতি সুশীল ছিলেন ; বোধ হয় যে তিনি তাহার দ্বারা অনেক ৪র্থ প্রাপ্ত হইয়াছিলেন । দেখ, মাতৃগণের সদ্ব্যবহারেতে