পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২৭ মাকসিমিয়ান কিঞ্চিৎ কঠিন খণ্ডাৰ হইয়া বাদবিসম্বাদদ্বারা পুনৰ্ব্বণর কর্তৃত্ব পদে অাৰুণ~ক্ষিত হইলেন;"কিন্তু তাহ। না পাষ্টয়া থেস্কৃেতে আত্মঘাতী হইলৈন। কনস্তানতিয় ও গালিরয় এই দুই জন এককালে পৰ্ব্ব মহারাজদ্বারা. কর্তৃত্ব পদে নিযুক্ত হইয়া ছিলেন। পরে দিওক্সিতিয়ান ও মাকসিমিয়ান স্বেচ্ছাক্রমে রাজ্যপদ পরিম ত্যাগ করিলে তাহারা মহারাজ হইলেন; অন্তনর কীন্তানতিয় বৃতেন দেশে গমন ককিয়ায়ক ন;ারে বসতি করিলেনঃকিন্তু কিঞ্চিৎ কুলের পরেই রোগগুস্ত হইয়ণ সেই স্থানে প্রাণত্যাগ করিলেন। তখন তাহার পুত্র কনস্তানতিন পিতার পরিবত্ত্বে মহারাজ নিরূপিত হইলেন ; তাঁহাতে দ্বিতীয় মহারাজ গালি: রিয় অসম্মত হইয় তাহাকে দূর করিতে চাহিলেন, কিন্তু গালিরিয় অল্প দিনের মধ্যে মহাঁরোগেতে পীড়িত হইয়া পঞ্চত্ৰ পাইলেন । কনস্তানতিন অল্প দিবসের মধ্যে অদ্বিতীয় মহারাজ রূপে নিরূপিত হইলেন । তাহার নানা গুণ ও নানা সূক্রিয় প্রযুক্ত মহা কনস্তানতিন রূপে বিখ্যাত হইলেন। দিওৰুিতিীনের সময়ে "কারীয় নামে জাহাজীয় এক প্রবল , সেনাপতি বৃতেন দেশকে অধিকার করিলেন। ও পণত বৎসর পর্যন্ত তাহাতে উত্তম রূপে রাজত্ব করিলেন । পরে অৈিলকট নর্তাহাকে বধ কুরিয়া তৎ৫রিষত্ত্বে স্বয়-২ রাজা হইলেন , তৎপরে কনস্তানভিয় কোপাৰিষ্ট হইয়। ঐ দুষ্ট রাজাকে স~হার করিলেন । এব- ভিনি অলেকুের সহকারি গলীয় ও পাকগল্প লোকদের লুঠ উপদ্ৰষ৮ হইতে লণ্ডন নগরকে রক্ষণ করিলেন ; এই নিমিত্ত তিনি বৃতেন দেশীয়দিগের পরম সুহৃৎ ও প্রিয় ছিলেন । সেই সময়ে বৃতেন দেশের মূগর ও জাহাজের বাহুল্য হইতে লাগিল।