পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

శీటిశు মরণের পরে পর্ব রাজ্যের মহারাজ হইলেন । এই রূপে তাৰদ্ৰাজ্যই দ্বিতীয় বার এক মহারাজ কর্তৃক পালিত হইল । থিওদোশির মহারাজ খ্ৰীষ্টিয়ান ছিলেন, এৰ-১ রোমীয় রাজ্যেতে তিনি গ্ৰীষ্টিয়ান ধৰ্ম্ম সঞ্চস্থাপন করিলেন । তিনি পরমজ্ঞানী, ও মহাবীর, ও উত্তম-জনতা ছিলেন, ও তাৰৎ সংক্রিয়াতে উাহার মতি ছিল। তিনি কুটুম্ব স্বজনের প্রতি দয়ালু ওঁধমত্ৰগণের পক্ষে বিশ্বস্ত ছিলেন। তিনি নিজ পত্নীতেই প্রেমী ছিলেন, ও সন্তানবগের প্রতি বুেহবান ছিলেন । নানা গুণশালী হইলেও তাহার দোষ ছিল, য়ে হেতু তিনি কিঞ্চিৎ ক্রোধী ছিলেন। খিল্লালোনীয় লোকেরণ তাহার এক সেনাপতিকে বধ করিয়াছিল তন্নিমিত্ত্বে তিনি কোপাৰিষ্ট হইয় তাহাদিগের অনেককে বধ করিতে আপন সৈন্যের প্রতি আদেশ করিলেন। পরে কোপনিবৃত্ত হইলে তিনি সদয় চিত্ত হইয় তাহাদিগের প্রাণ রক্ষার আজ্ঞা প্রেরণ করিলেন ; কিন্তু কাল বিলম্ব প্রযুক্ত ঐ দ্বিতীয় অজ্ঞ বিফল হইলপ দেখ, ক্রোধের ও জ্ঞানের বাক্যে কত বিশেষ । জ্ঞানি মনুষ্য কি ক্রোধের অধীন “ੋ? এই দোষ ব্যতিরিক্ত থিওদোশিম মহারাজ সৰ্ব্বদ ক্রোধ দমন করিলেন, আন্তিওয নিবাসির তাহার কোপ জন্মাইলে তিনি তাহাদিগের শান্তি করতে উদ্যত হইলেন "কিন্তু বিবেচন পৰ্ব্বক স্বীয় ক্রোন্ধ দমন করিয়া পরে,তাহাদিগকে ক্ষমা BBBBB S BBBBBBB BBB D BBBB BBBB BBS অাছে তাহ তোমরা বৃহৎ পুস্তকে অনুসন্ধান করিৰ । তিনি অষ্টাদশ বৎসর সুখেতে রাজত্ব করিয়া স্বষ্টিবষ বয়ঃক্রমে প্রাণ ত্যাগ করিলেন, ও উদ্বিার “মরণেতে প্রজাৰগ মহ, শোকাকুল হইল।