বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ళ్సి পরে ঐ সমাধিস্থান স°-গোপন করিতে ঐ খননকারি তাষৎ বন্দিগণকে ঐ স্থানে বধ করিল। ইহাতে অনুমান হয় যে গোখীয়ের কেবল ক্টোমীয়গণের ত্রাসেতে রাজার তদ্রুপ গুপ্ত সময়ূধ করিয়াছিল । অালারিক মঞ্জু বীর ও দাতা ও স্ব*দেশীয় অপেক্ষ অতি সভ্য মানুষ ছিলেন। তাহার পর আদিল্ল রাজা পুসিদিয়া নামে হনোরিয়ের ভগিনীকে বিৰাহ করিয়া স্লেন দেশের এক ভাগ যৌতুক প্রাপ্ত হইলেন। ঐ সময়ে আকান্বিয়ের দ্বারা প্রসন্তম নামে এক ৰিশিষ্ট মানুষ কনস্তানুতিনপলি নগৱম্বইতে দূর হইলেন। আকাঁদিয় রাজা যশংকীৰ্ত্তি বিহীন হইয়া, চতুৰ্দশ বৎসর রাজভোগ করিয়া একত্রিশ বৎসর বয়সে প্রাণ ত্যাগ করিলেন । " 曾 তন্মরণান্তে তাহার পুত্র দ্বিতীয় থিওদোশিয় কেৱল নাম মাত্র রাজা হইলেন ; কেননা তাহার ভগিনী পল্থিরিয়া রাজত্ব করিলেন । তিনি ষোড়শ বর্ষীয় হইয়া ও অগস্ত নামে ৰিখ্যাত হইয়া প্রথমে নিজ ভাতারু মামে ও পরে নিজ নামে রাজত্ব করিলেন। তিনি অতি দানশীল ও কর্মদক্ষ ও ধৰ্ম্মনিষ্ঠ), ছিলেন, ও, গ্রীক , ওঁ লাটিন ভাষাতে তৎপর। ছিলেন, ও অকুতোভয়ে মহা সভাতে উত্তম রূপে মন্ত্রণ করিতে ও বিশিষ্ট ৰাক্য কহিতে পারিতেন "যদ্যপি তিনি স্বয়- রাজত্ব করিলেন, তথাপি কর্তৃত্ব পদের মান গৌরব জাপন ভাতৃনামে প্রকাশিত করিলেন । এই দৃষ্টান্তম্বার। প্রতীত হয়, যে স্ত্রীগণও রাজত্ব করিতে পারেন ; কিন্তু পরিবারের পক্ষেই তাহাঙ্গের রাজত্ব করন উচিত হয়, ও তাছ করিলে পরিবারবর্গসুখেতে কাল যুগুন করেন। ę•~