বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ইষ্টই r করিতে পারিলেন ন,কিন্তু বিপক্ষগণ লুঠ উপদ্রব করিয়া অগপনাদের স্বেচ্ছ ক্রমে স্ব দেশে গমন করিল। , , পরে বৃতেন নিবাসির আপন ২ গৃহে যাইয়া কৃষি কৰ্ম্ম করিতে লাগিল, তাহাতে নানাবিধ শস্য জম্মিল ; তাহীদের ভয় ও বিলাপের পরিবর্ষে আনন্দ ও সুখভোগ উপস্থিত হইল। এই রূপে তাঁহার অনায়াসে হতাশ ও অনায়াসে লঙ্কাশ৷ হইয়াছিল ; ঐ সময়ে বান্দাল লোকের আফুিকা খণ্ড লুঠ করিতেছিল ও সিপীও সেনাপতিকর্তৃক পুরাতন কাথজি নগরীয় বিনাশের ছয়শত বৎসর পরে তাহদের রাজা জেনসরিক নুতন কাথজি নগর জয় করিলেন। অগষ্ট মহারাজকর্তৃক ঐ নুতন কার্থজি নির্মিত হইয়া অতি রমণীয় নগর হইয়াছিল, কিন্তু দুৰ্জয় জেনসরিক কর্তৃক’তাহ নষ্ট হইল। আসক্রবাল নিৰ্ম্মিত রোম দেশে অন্য এক নতন কার্থজ ছিল । -അഞ്ച- , ১৪ চতুঃষষ্ঠিতম অধ্যায়। জাভিলা স্থাঙ্গার ও ফ্রাঙ্কীয়দের বিবরণ। } _ অভিলা নিজ ভূতাকে বধ করিয়া হন লোকদের রাজা হইলেন। তিনি আকারেতে এমত ভয়ঙ্কর যে প্রজাগণ তাহাকে নিরীক্ষণ করিলে কল্পিতকলেকর হইত ; এবপ২ তিনি যুদ্ধেতে এমত তৎপর ছিলেন, যে, তাহাতে তাহার উপনাম ঈশ্বরের কোড় স্কটিয়া ও জর্মানি দেশ তাহার অধীন ছিল। তিনি দিন ২ পররাজ্য জয় করিয়া আপন রাজ্যের বৃদ্ধি করিতেছিলেন, ও সৰ্ব্বত্র জয়ী হইয়া কনস্তাবৃতিনপলি পর্যন্ত উপস্থিত হইলে দ্বিতীয় শুি