বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরে সর্ব জনগোচরে ওরেস্তির প্রাণদণ্ড হইল, ও উপহার পুত্ৰ রমুল, লুকুস্ক নামে এক দুর্গমধ্যে বৃন্দী হইয়। সেখানে নিজ পরিবারের সহিত কালযাপন করিলেন । এই রূপে পশ্চিম ওদোআলর ইটালি’ দেশের রাজা হইলেন ; কিন্তু এমন্ত কথিত আছে,যে তিনি কথনে রাজেপযুক্ত বস্ত্ৰাদি ধারণ করিতেন না । তাহার সৈন্য ও প্রজাগণ নানা দেশীয় ছিল । তখ প্রযুক্ত র্তাহার সর্বদা ত্রাস ছিলু, যে পাছে তিনি এক দেশের রাজা,রপে খ্যাত হইলে অন্য দেশীয়ের তাহার প্রতি বিরূপ হয়। ওদোআসর চতুর্দশ বৎসর রাজত্ব করিয়াছিলেন, কিন্তু-পরে মন্ত্রণোর্থীয় থিওদোরিককর্তৃক পরাভূত হইলেন। উাহীর নিবাস নগর রাবেন্নী, তিন বৎসর পর্যন্ত অবরুদ্ধ থাকিয়া শেষেতে আকুন্তি হইল। তখন এই এক নিয়ম নিরূপিত হইল, যে ওদোআসর ও থিওদোরিক এই উভয়েই রাজত্ব করিবেন, কিন্তু এই নিয়ম নির্ণয়ের কিছুদিন পরে থিওদোরিকের আজ্ঞাতে ওদোতাসর এন্ধু মহা ভোজেতে নিহত হইলেন । مسسيسه وميهو مسسسسس ه ج ৬৭’সপ্তষষ্ঠিতম অষ্ঠায় । থিওদোরিক ও ফ্লোবির বিবরণ । അുത്ത : 3. এইক্ষণে রোম নগর বর্তমান আছে, কিন্তু "পৰ্ব্ব কালের ন্যায় তাহ। মুহারাষ্ট্ৰীয় মগর-নাই ; যেহেতু অসভ্য লেঃকের আক্রমণ করিয়া সুহার সৌন্দর্য সৌষ্টৰ বিনাশ । করিয়াছে। অন্যাপিতথ। তাছাদের দৌজন্যের চিহ্ন ক্কিমাই