পাতা:সত্য ইতিহাসসার.djvu/২৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

‘gહ পরে শর্মিান রাজী হইয়। বৎসরের মধ্যে ঐ মহাসভা দুই বার করিতেন। ঐ মন্ত্ৰিগণের মধ্যে তিন প্রকার মনুষ্য ছিল । , যাজক ও ধানাচ্য ও সাধারণ, যেমন ব্রাহ্মণ বৈশ্য শূদ্র। ঐ সভাস্থানের নাম চৈত্রীয় ক্ষেত্র ছিল, যে হেতু চৈত্র মগসের প্রথম দিবসে ঐ মহাসভা হইত। ঐ সভার মধ্যে মন্ত্রণ স্থির করণে মন্ত্ৰিগণের মধ্যে রাজা কেবল এক মন্ত্রি রূপে বিদ্যমান থাকিতেন, কিন্তু শালিমানের সময়েতে মন্ত্ৰণাবিষয়ে রাজার অধিক ক্ষমতা হইল। . - সেই ২ সময়ে নানা দেশীয়ু ধনবানলোকের রাজাহইতে দুর্গ ও ভূমি মহত্রাণ রূপে পাইয়া স্বীকার করিলেন,যে-রাজ্যেতে পর রাজার যুদ্ধ উপস্থিত হইলে সৈন্য সামন্ত লইয়া অামज़i শক্ত্যনুসারে যুদ্ধ করিব। এই-> এই সকল ধনিগণের সহিত তাহদের ভূমি কষক প্রজারাও নিয়ম স্থির করিল, যে যুদ্ধ উপস্থিত হইলে আমরাও যুদ্ধ করিব । শালিমান লম্বাদ দেশ জয় করিয়া তথাহইতে এই ধারা প্রাপ্ত হইয়ণ স্ব দেশে প্রকাশ করিলেন । শালিমান লঙ্কাদীয় লোককে জয় করিয়া ইটালি দেশের রাজ্যে অভিষিক্ত হইলেন । পরে জর্মানি দেশের নানা প্রদেশ জয় করিলেন, এবপ২ গেtঙ্গীয় নানা বু^শকে যুদ্ধে জয় করিলেন । তিনিও হন লোককে সব°১শে নিপাত কারলেন, এৰ পরে সাদিনিয়া, উপদ্বীপ ও ল্পেন দেশের নানা প্রদেশ স্বাধীন করলেন। ই~রাজী শালের আট শত বৎসরে রোম দেশের পশ্চিম রাজ্যে মহারাজ রূপে অভিষিক্ত হইলেন; কিন্তু রোম নগরে বাস করিলেন না। রোমীয় রাজ্যের পশ্চিম ভাগ ভাষার ময়ুশের পরে জর্মান রাজা রূপে বিখ্যাত হইল । , -