বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లe পেরিয়ান্দরের দৌরাত্ম্যেতে উৎপাত গুপ্ত ছিল । পেন্ধিয়ান্দর য়ুনানীয় সাত জ্ঞানির এক জন ছিলেন, কিন্তু কেবল স্বীয় পরাক্রমেতে বিখ্যাত ছিলেন ; পরন্তু সদগুণ ও সৎ ক্রিয়াম্বারা নয় পর্ব্বেতে তাহার পিতা ঐ দেশের প্রধান অধ্যক্ষ ছিলেন। পরে পেরিয়ান্দর নিজ পিতৃপদ প্রাপ্ত হইলে ং প্রথমে ত্ব কৈতহেঁতে রাজ্যশাসন করিলেন ; ੋਂ তিনি স্বাধীন হইতে ནུ་རྒྱུ། করিলে সকল লোক তাহার্তে বিরক্ত হইল। তখন তিনি রাজ্যের প্রজাগণকে দমন করিবার উপায় তদখে মিলিতীয় গুসিবুল রাজার নিকটে দূত প্রেরণাকরিলেন । গ্রাসিবুল দূতগণকে উত্তর না দিয়া এক শস্যক্ষেত্রে তাহাদিগকে লইয়া গিয়া,যে শস্যের শীষ অন্য শীষহইতে বৰ্দ্ধিত ছিল তাহ ছেদন করিলেন। পরে পেরিয়ান্দর দূতের কথা শুনিয়ন তৎকর্মের অভিপ্রায় বুৰিয়া করিন্তীয় তাবৎ ধনবান ও ভদ্র লোককে একত্র করিয়া সৈন্যদ্বারা তাহারদিগের মুম্ভক ছেদন করিলেন। তিনি নিজ প্ৰজাগণের প্রতি এমত কুকৰ্ম্ম করিলেন তন্মাত্র নয়,কিন্তু আপন পত্নী ও পুত্রের প্রতিও ক্রর ছিলেন। তাহার এই মাত্র প্রশ^সনীয় এক গুণ ছিল, যে পণ্ডিত গণের বন্ধু ছিলেন, ও সকল বিজ্ঞ গণকে আপন রাজধানীতে নিমন্ত্ৰণ করিয়া উত্তম রূপে .ভোজন করাইভেন তাহারু জ্ঞানের কথা অতি সুন্দর, কিন্তু তাহার কৰ্ম্ম অতি মন্দ ছিল : - এই কারণ অনেকে বোধ করে যে এক ব্যক্তিতে এই উভয় সম্ভবে না; অতএব ঐ নামে দুইজন ছিল। তাহার বিষয় যে ২ বিবরণ আছে, তাহ তাহার শত্ৰুগণ কর্তৃক লিখিত হইয়াছিল। তাছার লিথিয়াছে যে ইনি ৮০ বৎসর বয়স্ক হইয় কোন কারণেতে আপনাকে হত্য। করিলেন, কিন্তু করিন্তীয় লোক তাহার’ মরণের পরে,