বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8e বটে, কেননা যাহাতে রোগ ও উন্মত্ততা ও চিত্তভূ-১শ হয় এমন মদিরা ও সুৱাপান কৰ্ত্তব্য নয় । এই মাদক দুৰত বিষণ্ডুল্য বটে, কেননা তাহীতে অনেকে নষ্ট হয় । • r কিছুদিন পরে কুধু আপন বাটীতে গমন করিয়া নিজ পি তার অতিশয় আজ্ঞারভী হইলুেন, এব০২ তাহtহইতে অনেক সুশিক্ষা পাইলেন। পরে যৌবন প্রাপ্ত হইয়াতিৰি-অনেক স~গ্রাম কুরিলেন, এবং শুগের প্রতি য়েমনর্বিক্রমান্বিত ছিলেন তেমন খণ্ডয়ান লোকের প্রতি দয়ালু ছিলেন। তিনি যে প্রকারে কুৗস রাজার প্রতি ক্ষমাপন্ন হইয়া উহার প্রাণ রক্ষা করিয়াছিলেন, তাহ পৰ্ব্বে কথিত হইয়াছে, যখন কুস রাজা ধন-সমৃত্তিতে অত্যাশক্ত হইয়াকুর রাজাকে জি‘জ্ঞাসা করিলেন, যে তোমার ধনের ভাণ্ডার কোথায় ? তথন তিনি আপন মন্ত্রিণণের নিকটে পত্র প্রেরণ-করিলে তাহারা নান। ধন স^গ্ৰহ করিয়া অতি ত্বরায় তাহার নিকটে উপস্থিত হইল আহাতে তিনি কাশকে কহিলেন, যে এই দেখ, আমার ধন সমতির ভাণ্ডার অপমার প্রজা গণের অন্তঃকরণ। পরন্তু বুদ্ধির কৌশল ও সূৰ্যবহার প্রযুক্ত তাহার প্রজাগণ তাহার প্রতি অতিশয় প্রেম ও প্রত্যাশা করিল, ও যাহা তিনি চাহিলেন তাহাই তাঁহার দিতে প্রস্তুত হইল ; তাহ। কুর রাজু জ্ঞাত হইলেন।.তাহার রিচার নৈপূণ্য ও কীৰ্ত্তি ও সৌজন্যের বিবরণ অতি ৰাহুল্য প্রযুক্ত এ স্থানে সকল প্রকাশ করণ অসাধ্য, কিন্তু অন্য ২ পুস্তকে সকল ব্যক্ত আছে । এই স্থানে তদ্বিষয়ে কেৱল অার এক কথা কহ। যাইবে । তিনি বাৱেল নগর অবরোধ করিয়া বহু দিৱস পর্যন্ত সেখানে যুদ্ধ করিয়া তাহ স্বাধীন করিলেন এবং নিম্রোদের সময়:. ৰধি যে আসূরীয় রাজ্য হইয়াছিল, তাহ তিনি লুপ্ত করিয়া