বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᏩᎼ দের ক্ষমতা হইবে। এই নিয়ম নিরূপিত হইলে আরিস্তিদি নামে যে আখিনী নগরের এক প্রধk ব্যক্তি ছিলেন, তিনি তদ্রুপে দূৰ্বীকৃত হইলেন। তিনি ধৰ্ম্মশীল প্রযুক্ত অরিস্তিদি ধাৰ্ম্মিক রূপে খ্যাত ছিলেন। * পূৰ্ব্বেতে এক দিবস লেখা পড়াতে অনভিজ্ঞ এক প্রাচীন মানুষ কস্তুরাতে আরিস্তিদির নাম লিখিতে চাহিলে অপরিচিত আরিস্তিদির নিকটে যাইয়ণ কহিল, ফুে-হে মহাশয়, আপনি আমার জন্যে কন্তুরীতে এক নাম লিথিবেন । তিনি কহিলেল, কাহার নাম লিথিৰ ! প্রাচীন কহিল, যে অরিস্তিদির নাম লেখ । তিনি কহিলেন, ঃয, আরিস্তিদি তোমার কি অপকার করিয়াছে: যে তুমি তাহাকে সূত্র করিতে চাহ ? প্রাচীন কহিল, যে তিনি আমার কিছু অপকার করেন নাই, কিন্তু আরিস্থিগি থাকি এই বাক্য শুনিয়া আঁমি বড় বিরক্ত হই। আরিস্তিদি ইহা শুনিয় তাহার অজ্ঞানতাতে হাস্য করিয়া ও আপনার পক্ষে অপর মন্দ বশক্য ; না শুনিতে চাহিয়া কস্তুর লইয়া আপন নাম স্বাক্ষর করিলেন, তাহাতে তিনি স্বয়৪২ দুৰ্বীকৃত হইলেন; কিন্তু তাহার দূর হওনের -পূৰ্ব্বে তিনি আপন দেশের নিমিত্তে অনেক উত্তম ২ উপকারক কৰ্ম্ম করিয়াছিলেন। আরিস্তিদির অপেক্ষ মিল্‌তিয়াদি বয়োধিক ছিলো। তিনি এক সময়ে ফাশী দেশের রাজা দারিয়ের প্রতি যুদ্ধার্থে প্রেরিত হইলেন। দারিয় রাজা কুর রাজাহইত্ত্বে তৃতীয় রাজা ছিলেন ; এল৭২ তিনি একদা দাতি নামে আপন সসৈন্য সেনাপতিকে অথিনী নগরকে দগ্ধ করিতে প্রেরণ করিলেন, তাহতে অশ্বিনীয় সৈন্যগণের সহিত মারাথোন নামে সমুদ্র তীরস্থ এক ক্ষুদ্র নগরের সমীপে ফণশী সৈন্যের