পাতা:সত্য ইতিহাসসার.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

tఫె দ্বারা লিওনিদার সহিত যুদ্ধ করিতে প্রবৃত্ত হইলে সর্বদাই সলজ্জ রূপে যুদ্ধে পর্যন্ত হইল । - - পরে এক বিশ্বাসঘাতি য়ুনানী লোক সেক্লি রাজার নিকটে গিয়া সেই পৰ্ব্বতের গুপ্ত পথের সন্ধান কছিল, যাহাতে ফণশী সৈন্যেরা অনায়াসে পৰ্ব্বতারোহণ করিয়া উপর তাণ দিয়া য়ুনানী সৈন্যের প্রতি আক্রমণ করিতে পারিল। তখনু ফাৰ্শসৈন্যেরা সেই গুপ্ত পথদ্বারা রাত্রি যোগেড়ে প্রস্বতারোহণ করিলা প্রভাতে য়ুনানী সৈন্যেরা দেখিয়া কহিল, যে হায়,আমর শতু হন্তে পতিত হইলাম! অামারদের অল্প সৈন্য ফাশী রাজার বহু সৈন্যের সহিত কদাচ্‌ যুদ্ধ করিতে পারিৰে নন। ইহণ নিশ্চয় করিয়া লিওনিদা ੇ আপনার নিকটে তিন শত মাত্র সেন রাঁথিয়া অপর সেনাদিগকে স্ব দেশে প্রেরণ করিলেন। তিনি পূৰ্ব্বেতে দেবমন্দিরের পরিচারিকা এক স্ত্রীর ৰাণীদ্বারা বুঝিয়াছিলেন, যে স্নাত্ত নগর কিম্বা স্নাতার রাজা বিনষ্ট হইবে এই কারণ তিন্তি স্ব দেশের মঙ্গলার্থে নিজ প্রাণ পর্যন্ত দিতে স্থির করিলেন । পরে সেক্লিী রাজ নিজ সমস্ত সৈন্য ঐ স্বল্প বিপক্ষ সৈন্যের মধ্যে প্রেরণ করিলেন । যুদ্ধ আরম্ভ হইলে লিওনিদ শেষ পর্যন্ত যুদ্ধ করিয়া ক্ষত বিক্ষতাঙ্গ হইয়। প্রাণত্যাগ করলেন । তিন শত সৈন্যের এক জন ব্যতিরেকে সকলেই এই রূপে মরিল। পরে অবশিষ্ট ব্যক্তি ম্লান্ত নগরে সম্বাদ দিলে পর ভীরু রূপে সে খ্যাত হইল । ইহার পরে পুতেীয়ার যুদ্ধেতে ঐ ব্যক্তি নিজ বীরত্ব প্রকাশ করিয়া আপন লজ্জার পরিহার করিল। যুদ্ধের পুরে সেক্লি রাজা লিওনিদার মৃত শরীর ফণশী কাঠের উপরে টাঙ্গাইলেন ; কিন্তু সেই কৰ্ম্ম তাহার অভিলেজ্জাকর হইয়াছিল ।