বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

83 (ξ মিদন নামে এক নদীর তীরেতে যুদ্ধ হইলে উভয় যুদ্ধেতেই তিনি জয়ী হইলেন ; কিন্তু ঐ যুদ্ধের পরে অাথিনী লোক তাহাকে দশ বৎসর পর্যন্ত নগর ইত্বে দূর করিয়াছিল। পূৰ্ব্বেতে তিনি যুদ্ধেতে অনেক বার জয়ী হইয়াছিলেন ; এব০২ অাথিনী নগর সৌষ্টৰান্বিত করিয়া তাঁহাতে মনোরম উদ্যান ও পর্যটনস্থান ও ক্রীড়ালয় ও বক্তৃতার গৃহঃপ্রস্তুত করিয়াছিলেন তাহার সভাতে এপ্রিল હ সঙ্কাকু নামে দুই জন প্রধান কৰি স্বকৃত কবিতা পাঠ করিত্বেন । তাহার মধ্যে বয়ঃকনিষ্ঠ সফাকু কবি সভাপতির স্থানে পুরস্কার প্রাপ্ত হইলে এক্লিল কৰি তৎক্ষণাৎ কোপাবিষ্ট হইয়। তদেশ পরিত্যাগ করিলেন ; এবং পুনুৰ্ব্বার আইলেন না । তৎপরে থিমিস্তত্ত্বিও স্ব দেশহইতে দূরীকুত হইন্মেন। তিনি তাহাদের এই অন্যায় কার্য সহ্য না করিয়া ফাশী রাজার নিকটে গিয় তাহার সেবা করিতে বাঞ্ছা করিলেন । সেই কালে সেক্লি মৃত হইলে তুহের পুত্র অলটাকাসক্লিফাশী রাজা হইয়াছিলেন। তিনি প্রথমেতে থিমিস্তক্রুিকে কোন পদ দিলেন না; কিন্তু পরে আর্থিনী লোকের বিরুদ্ধে তাহাকে সেনাপতি করিলেন - তখন তিনি আপন দেশের বিরুদ্ধে যুদ্ধ করিতে না, চাহিয়, এবং উপকারকারি প্রভুর প্রতি অঁকুতজ্ঞ ন। ইইয়। আপনি অস্মিঘাতী হইলেন। t আরিস্তিদি বাদ্ধক দশাতে কুশলে প্লাণত্যাগ করিলেন। তিনি স্ব দেশীয় লোককর্তৃক মহাসমানিতু ছিলেন, ও তৎকালাবধি, এখন পর্যন্ত সকলে তাহার প্রশ°২সা করে। তাহার সূক্রিয়ার নানা বৃত্তান্ত আছে, সমুতুি এই স্থলে তাহার দুই কথা কহ। যাইতেছে । এক সময়ে এক ব্যক্তির সহিত কোন বিষয়ে তাহার বিবাদ উপস্থিত হইলে উভয়ে বিচারকত্তার সমুখে