বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

७१ সভা দুই বার হইত ; প্রথমে সেই সভাতে দ্বাদশ নগরহইতে প্রধান ২ মন্ত্রিগণ উপস্থিত হইত, পরে ੱਕ। নগর হইতে মন্ত্রিগণ উপস্থিত হইত। * . *↔• ২০ ৰিপাতি ত্মষ্ঠায় । সিলুসিয়াট, প্রভূতির বিবরণ রোম নগরহইতে করিওলান, সৈন্যের সাহত স্থানান্তর । গত হইলে কিঞ্চিৎ কাল পরে কান্ত্রিয় নামে এক প্রধান মন্ত্রী এই ব্যবস্থা নির্ণয় করিলেন, যে যুদ্ধদ্বার। বিজিত ভূমির সমান অপশ করিয়া প্রজাদিগকে দেওয়া যাইek; সেই ব্যবস্থাকে ক্ষেত্র ব্যবস্থা বলা যায়। দরিদ্রগণ ঐ ক্ষেত্র ব্যবস্থাকে উত্তম ৰোধ করিল ; কিন্তু দ্বনি ব্যক্তি সকল তাহ ভাল বাসিল না ; তদ্বিষয়ে অনেক প্রকার বিরোধ উপস্থিত হইল, তন্নিমিত্তে সমগ্ন রূপে ব্যবস্থা প্রচলিত হইল না। যে সময় মন্ত্রিগণ এই ব্যবস্থা কিম্বা আর কোন ব্যবস্থা স্থির করিতে উদ্যত হইতেন, সেই কালেই” রোম নগরে ধনী ও দরিদ্রগণের বিরোধ উপস্থিত হইত। ঐ বিষয়েতে সৗসে নামে এক যুৱা মানুষ অনেক বিবাদ করিল ; তনিমিত্তে তাহার প্রতি ধনদণ্ডের আজ্ঞা হইল। ঐ নিরূপিত ধনদণ্ড দিনার-কারণ ঐ যুক্তর বৃদ্ধ পিতা সিনসিন্নাট নিজ সৰ্ব্বস্ব বিক্রয় করিলেন । পরে তীবর নদীর পারে গিয়া এক কুটীর নির্মাণ করিয়া তাহাতে বাস করিলেন। তাহার বিষয়ে আর'কিঞ্চিৎ বক্তব্য আছে। ” যে সময়ে রোমি লোক কোন বিপদগুস্ত হইত সেই সময়ে তাহার এক মতন বিশেষ প্রধানকৰ্ত্ত স্থাপন করিত, এৰ জাহার আজ্ঞানুসারেই সকল কৰ্ম্ম করিত ৷