বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8 উত্তম বিদ্বাৰু ধ্যক্তির নিকটে থাকিয়া বিদ্যাভ্যাস করিত। ইছ । উত্তম রত্নত বটে ; কেনন। তাছাতে যুবকদের উত্তম জ্ঞানের বৃদ্ধি। আলকিবিয়াদি যৌবনাবস্থাতে সোত্রণতির শিষ্য ছিলেন ; কেমন সে সময়ে সৰ্ব্বাপেক্ষ সেক্রোতি বিদ্বান ছিলেন । যদ্যপি আলকিবিয়াদি যৌবন কালে লম্লট এইয় গুরুর অনুজ্ঞা ও তাহার সন্নিধি বাস পরিত্যাগ করিলেন, তথাপি সেক্রোত্তির সাক্ষাত উপস্থিত হইলে নমু স্বভাৰ হইয়ণ র্তাহাকে ভক্তি করিতেন । - আলকিবিয়াদির বিষয়ে এই লিখিত অাছে ; যে তিনি এক দিবসে মহা ক্রোধ করিয়া এক প্রাচীন সম্ভান্ত মানুষকে চপেটামত করিলেন। এই অকৰ্ত্তব্য গহিত কৰ্ম্ম দেখিয়ণ আঁখিনী লোক তাহাকে বড় নিন্দ করিতে লাগিল । তৎ প্রযুক্ত ভিমি লজ্জিত হইয় এক গাছ ৰৈত্ৰ হস্তে লইয়া সেই প্রাচীন মানুষের নিকটে গিয়া কহিলেন, যে হে মহাশয়, এই ৰেত্ৰদ্বার। আমাকে প্রহার করুন। বৃদ্ধ মানুষ তাহার তজপ সুশীলতা দেখিয় তাহার প্রতি ক্ষমাপন্ন হইলেন ; এব-২ কিছু দিন পরে তাহার সহিত আপন’কন্যার বিৰাহ নিলেন। দেখ, পুরুষের কোন সময়ে কি ঘটনা হয় ! অতএর উত্তমাচরণ কৰ্ত্তব্য হয় । o অলকিবিয়াদির ক্ষা গুণ ছিল, কিন্তু দোষও ছিল । তিনি ৰত্ন প্রভুত্বাভিমানী হইয়ণ গুপ্রান ২ মানুষের প্রতি ঈর্ষা করিতেন । নিকিয়া নামে অাথিনী লোকের এক প্রধান সেনাপতি ছিলেন; তিনি স্নাত্ত ও মাথিনীয়দিগের বহু দিন পর্যন্ত বিৰাদ রহিত করিয়া ছিলেন তৎ প্রযুক্ত জাখিনীয়ের তাহাকে ৰত্ন মান্য করতেন ; এই কারণ আলকিৰিয়াদি তাহার বিদ্বেষ করিতেন ।