বিষয়বস্তুতে চলুন

পাতা:সত্য ইতিহাসসার.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oq অনখিনী লোক প্রতিদিন প্রাতঃকালে জাহাজে উঠিয়। উন্মুক্ত জাৰ্ত্ত লোকদের ভয় জন্মাইবার জন্যে তাহাদের জাহাজের নিকটে যাইত ; কিন্তু যুক্ত না করিয়া রাত্রিকালে ফিরিয়া অাসিত ; এব- জাহাজহইতে উঠিয়া নুগরের মধ্যে গিয়া পান ভোজৰ পৰ্ব্বক স্থত গীতাদি করিয়া রাজুদ্ধাপন করিত। লিসদর তাহদের স্বজপ ব্যবহার জানিয়া তিন চারি দিবস পর্যন্ত কোন উদ্যোগ করিশ্নেন না; কেননা যেন তাহাদের ক্রমে ২ শিথিলতা হয় ৷ এক দিবস, রাত্রি যোগে তাহদের নৃত্য গীতসময়ে -লিসান্দর সৈন্যের সহিত তাহাদের জাহাজের নিকটে আসিয়া সকল জাহাজ বিনষ্ট করিলেন, এব^ তাহাদেঃ তিন সহস্র সৈন্য ধরিয়া আনিলেন ৷ পর দিবসে নগর সমীপে উপস্থিত হইয়া নগর, অবরোধ করিলেন, ও নগরীয় তাবদ্ধৃহ দপ্ত ও প্রাচীন ভগ্ন করিলেন তাহাতে এমত কথিত আছে, যে ঐ প্রাচীর ভাঙ্গিবার কালে তিনি অলপন লোককে গান করিতে অভিজ্ঞা দিলেন । দেখ, তাহদের এই রূপ বিপদ, কলেণ্ডেও তিনি উপহাস করিয়া দোষ,করিলেন । তথন অলিকিবিয়াদি ফুিগিয়া দেশের এক ক্ষুদ্র গ্রামে গিয়া তিমাত্মা নামে এক স্ত্রীর সহিত প্রসক্তি করিয়া তাহার গৃহে বাস করিলেন। স্নাত্ত্ব লোক তাহ জানুিয়া তাহার বধের নিমিত্তে ফাশী লোকুদিগকে উদ্যোগী করিলেন । তৎপ্রযুক্ত তখন কতক গুলি সৈন্য প্রেরিত হইল ; কিন্তু আল্‌কিবিয়াদিকে ভয় করিয়া তাহারা গৃহের মধ্যে স্থা গিয়া বাহিরে থাকিয় সেই গৃহ দাঙ্কু করিতে অগ্নি নিক্ষেপ করিল। যখন আলকিৰিয়াদি অগ্নিভয়ে - বাহির হইতেছিলেন,