পাতা:সদগুণ ও বীর্য্যের ইতিহাস.djvu/১০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

( ] বাদশাহের নিকটে অনেক মিনতি করিলেন কিন্তু তাহার প্রার্থনা বিফল হইল । তাহাতে তিনি তর্জন করিয়া কহিলেন যে আমার মিত্রের প্রাণরক্ষ। যদি না হয় তবে আপন পদ ত্যাগ ক রিব । এই ভয় প্রদর্শনেতে র্তাহার কার্য্যসিদ্ধি হইল যেহেতক তাহার মিত্রের প্রাণদণ্ডের ক্ষমা করা গেল এবপ২ তিনি ভাহার নিকটে অনেক টাক প্রেরণ করিলেন । ৪৪ অণশচর্য্য সোপণধিকদান । ফুন্সিদেশের দক্ষিণ ভাগে প্রাচীন এক অৰিব। হিত ব্যক্তি ধন ও কৃপণতাতে প্রসিদ্ধ ছিলেন এবণ২ সকলের ত্যাজ্য ও ঘৃণাপাত্র ছিলেন তিনি আপন সকল পরিচারকের নিকটে এমত কঠিন সেৱা যাক্টো করিলেন যে কেহ তাহ দিতে ইচ্ছক ছিল না এবণ৯ চাকরেরদিগকে কিছু বেতন না দিয়া কেবল দান পত্রে তাহারদিগকে স্মরণকর ণের ভরসা দিতেন । কিন্তু এই ভরসা দিলেও তিনি কণহণকে আপনার নিকটে এক মাসের অধি ক টেকিতে দেখিলেন না। অবশেষে তাহার আt চার এইমত বিখ্যাত হইল যে অসীম ধনের স্বা মী হইয়াও তিনি কোন এক অতিনীচ ব্যক্তিহই তে যৎকিঞ্চিৎ সেবা পাইতে পারিলেন না । অনন্তর তিনি এই উপায় ঠাহরিলেন । তিনি 亚器