পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఫె 8 হিন্দুধর্ম পরীক্ষা। [৩ খণ্ডের ভক্ষণ ও অপেয় পান ও মহাপাতকির সহিত আলোপাদি করিলেও তৎক্ষণাৎ শুদ্ধ হয় ।” ভাল, এমত অনিৰ্ব্বচনীর গুণযুক্ত এবং অত্যাশ্চৰ্য্য স্বায়ত্রী কী? তাহা এই ; હું ভূভুবঃ `व8 তৎসবিজুবরেণ্যই ভগোদেবস্য ধীমহি ধিয়ে যে নঃ প্রচোদয়াৎ। অর্থাৎ “ও ভুর্ভুৰঃ স্বঃ ! সূৰ্য্যদেবের ঐ শ্রেষ্ঠ অন্তরাত্মা আমরা ধান করিং তিনি আমাদের বুদ্ধির চালন করুন।” এই গায়ত্ৰী বিষয়ে. স্কন্ধপুরাণে লিখিত আছে, সমুদায় বেদের মধ্যে ইহাপেক্ষ আর কোন গুরুতর কথা নাই; আর কোন মন্ত্র ইহার সমান নহে, স্যদ্রপ কাশীর তুল্য আর কোন নগর নাই। গায়ত্রী বেদ এবং ব্রাহ্মণগণের মাতা। গায়ন্তং ত্রায়তে; অর্থাৎ, “ যে ব্যক্তি তাহ নিত্য জপ করে সে তাছাকে রক্ষা করে;” এ জন্যে তাহাকে গায়ত্রী বলে। গায়ত্রী জপকরণদ্বারা বিশ্বামিত্র নামক এক জন ক্ষত্রিয় রাজর্ষি ব্রহ্মর্ষি হইয়া এক জগৎ সৃষ্টি করণের ক্ষমতা পাইয়াছিলেন। গায়ত্ৰীহইতে ব্ৰহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, এই ত্ৰিবেদ উৎপন্ন হইয়াছে ; *ায়ত্রীর প্রথম কথা ‘ওঁ * যে জানে সে বেদকেও