পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* > 8 হিন্দুধর্মের পরীক্ষ্মণ । ৪ খণ্ডের বাতাপি হইয়। মেষ ব্ৰহ্ম বধ করে। তার ভাই ইল্লল সে জানিত সঙ্গীত। লোক মধ্যে ভুমে যেন অভূত পণ্ডিত। আদর করিয়া দ্বিজে করে নিমন্ত্রণ। ঐ মেষ মাথস দিয়া করায় ভোজন। ব্ৰাহ্মণের উদরে মেষের মা-স থাকে। বাতাপি বাহির হয় ইল্লল যবে ডাকে। পেট চিরি বাহিরায় বিপ্র তখন মরে । এই রূপ করি ভুমে দুই সহোদরে ॥ অবশেসে বাতাপির এক জন সমতুল্যের সহিত সাক্ষাৎ হইল ; অর্থাৎ এক দি অগস্থ্য মুনি তাহাদিগকে দেখিতে গেলে বাতাপি পূৰ্ব্বমত মেষ ও ইল্লল পাচক হইয়া সম্ভ্রান্ত অভ্যাগতের কারণ শীঘু ঐ সুস্বাদু ভক্ষ্য প্রস্তুত করিল। অগস্ত্য তাহা ভোজন করিয়া তৎক্ষণাৎ এক ঢোক গঙ্গাজল পান করত এমত `ठमद्भश्छ् করিলেন যে বাতাপি আর দৃশ্য হইল না। তৎপরে মুনি ইল্ললকে ভস্ম করিলেন।” হিন্দু লোকেরা এমন আশুপ্রত্যয়ী যে উক্ত মিথ্যা আশচর্য্য ব্যাপার তাহার। অনায়াসে বিশ্বাসযোগ্য বোধ করে, এ কি চমৎকারের বিষয় নয় ? পুনশ্চ বলি, শাস্ত্র লিখিত দেবাদির চমৎকার কৰ্ম্ম সকল সত্য হইলেও তাহাতে যথার্থ আশ্চৰ্য্য ক্রিয়ার একটিও-চিকু পাওয়া যায় না; যথা, সেই সকল কৰ্ম্ম হিন্দু ধৰ্ম্ম প্রমাণীকৃত করণাভিপ্রায়ে প্রকাশিত হয় নাই। ফলতঃ বেদ শাস্ত্র এবং পু