পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] যুগ বিষয়ক বিচার। 3 R è ১ অধ্যায় । সত্যাদি যুগের বিষয়। সত্য, ত্রেতা, দ্বাপর, এবং কলি, এই চারি যুগের বিবরণ বেদ এবং শাস্ত্রের মধ্যে লেখা আছে। প্রত্যেক যুগের পরিমাণ লক্ষ ২ বৎসর কথিত আছে। . হিন্দু শাস্ত্রে এমত কথা লেখা আছে বটে, কিন্তু সত্য ধৰ্ম্মের চিন্তু তাহাতে ন, খাকাতে, ঐ সকল পুস্তক যে ঈশ্বরহইতে নয়, ইহা পূৰ্ব্বে প্রমাণীকৃত হইয়াছে; অতএব উক্ত যুগের মিথ্যাত্র প্রামাণ্য করণার্থে আর কোন তক বিতর্ক করা অনাবশ্যক । কেননা যে পুস্তকে যুগের বয়ান করা যায় তাহা যদি খগুন হইল, তবে যুগের কি নিশ্চয়তা রহিল ? তথণচ হিন্থর যেন আপত্তি রহিত হয়, এই জন্যে চারি যুগের কথা যে অসঙ্গত তাহা কেবল নয় কিন্তু সম্পূৰ্ণৰূপে অবিশ্বাসা, ইহা তত্ত্বংশাস্ত্রহইতেই দর্শাইব । - - ১। শাস্ত্রে লিখিত আছে, সত্য যুগে মনুষ্যগণ এক লক্ষ বৎসর পর্য্যন্ত ধাচিত ; কিন্তু তাহা সত্য হইলে যজুর্বেদে লিখিত এই ঋচার ভাব কী?