পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] সত্যাদি যুগের বিচার । > ネ○ বৎসর হইল, তন্মধ্যে ৩০ জন রাজা গণনা করা গিয়াছে; তাহাতে জানা যায় তাহাদের প্রত্যেকের রাজত্বকাল নুন্যাধিক రిరి বৎসর মাত্র। আরো দেখ, যখন সত্যব্ৰত সমুদয় সত্যযুগে রাজত্ব করে, তখন মনুষ্যদের পরমায়ু কেবল এক লক্ষ রৎসর ছিল। ত্রেতাযুগে যখন রাজগণ-প্রত্যেকে ২৩০০০ বৎসরের কিছু অধিক কাল পর্য্যন্ত রাজত্ব করে, তখন তাহাদের প্রজাগণ কেবল দশ সহস্ৰ বৎসর বাচিত; এবং দ্বাপরে মনুষ্যদের মায়ু এক সহস্ৰ বৎসর মাত্র হইলেও তাহদের রাজগণ প্রত্যেকে ఫిన్సన్సNరీ বৎসর রাজত্ব করিয়াছিল। এ বড় চমৎকার কথা, যেহেতুক সাধারণ রাজগণের রাজত্ব করিবার সময় প্রায় মনুষ্যের বয়ঃক্রমহইতে অধিক স্থান হয়; তথাচ তৎকালের মনুষ্যগণের আয়ু অপেক্ষা প্রত্যেক রাজার রাজত্ব দ্বিগুণ নয়, তিন গুণও নয়, বরঞ্চ সত্যযুগেতে ১৭ গুণ আর দ্বাপরে ২৯ গুণহইতেও অধিক কাল পর্য্যন্ত থাকিত ; এই কথা বুদ্ধিমান লোকদের বিবেচনার যোগ্য। ৩। বেদশাস্ত্ৰে কথিত আছে, প্রথম তিন যুগে প্রায় চল্লিশ লক্ষ বৎসর ছিল ; কিন্তু শাস্ত্রদ্ধারা জানা যাইতেছে যে সেই সকল যুগের লোকেরা M 2