পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

» съ হিন্দুধর্মের পরীক্ষা । {৫ খণ্ডের অর্থাৎ "ব্ৰাহ্মণের শরীর দেবতাগণের বাসস্থান ; অতএব হে রাজন, যদি তাছাদের ঐ শরীর সন্তাপিত হয়, তবে আমরা কি কহিব ?” অন্য স্থানে লেখা আছে ; “যদি কেহ ব্ৰাহ্মণকে এক তৃণদ্বারাও মারে, তৰে তাহাকে একুশ-ৰাৱ পশু জন্ম গ্রহণ করিতে হইবে।” দেখ, এক তৃণের অপরাধে পাল্লাড়ের মত দণ্ড হয়! পুনশ্চ, “ রাজা যদ্যপি ক্ষুধায় মরেন, তথাপি ব্রাহ্মণহইতে কখন ক্লর লইবেন না।” । মিতাক্ষরাতে লেখা আছে, যথা ; রাঙ্গ লম্ব নিধিs দদ্যাৎ দ্বিজেভোইদ্ধ দ্বিজঃ পুনঃ । বিদ্বানশেষমাদদগৎ সৰ্ব্বস্যাসে প্রভূ র্যতঃ ॥ অর্থাৎ “ রাজা নিধি প্রাপ্ত হইলে ব্রাহ্মণগণকে অন্ধেক দিযেম , পণ্ডিত তাহ পাইলে সমুদায় লইবেন, যেহেতুক তিনি সকলের গুরু।” - পুনশ্চ,“ ব্ৰাহ্মণকে.কেহ । দুঃখ দিলে তিনি যদি ক্রোধিত হন, তবে রাজাকে অার উপস্থার সকল সেনাকে মারিয়াই ফেলিয়া দেবতা, মনুষ্য ও রাজা সমেত মুক্তৰ সৃষ্টি করিতে পারেন এবং তাবৎ পৃথিবী ব্ৰাক্ষণের রূপ ও সহায়দ্বারা স্থিত হইতেছে।” জাতির বিষয়ে উপরোল্লেখিত বেদ ও শাস্ত্রের