পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/১৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭ অধ্যায় ] লোভ ও কাম হিন্দু ধর্মের ফল। あレ今 আমরা প্রার্থনা করি, সৰ্ব্বদা আমাদের নিকট থাক। হে ইন্দ্র ! হে বরুণ! তোমার জুষ্ট্যর্থে আমরা এই সকল কৰ্ম্ম সাধন করিয়া তোমাহইতে ধন প্রাপ্ত হই । এব^ ধন প্রাপ্ত হইয় ভোগানন্তর অবশিষ্ট সঞ্চয় করি . আমরা যাহা এখন ভোগ করিয়া ভাবিকালের জন্যে সঞ্চয় করি, তাহার অতিরিক্ত ধন প্রদান কর * । হে ইন্দ্র। আমরা যেন স্ব ২ ভাৰ্য্যার সহিত সুখে সময় ব্যয় করি ; আর যমদূতগণ নিদ্রা,যাউক যেন আমাদিগকে দেখিতে না পায় । তুমি আমাদিগকে সহসু ২ উত্তম গো এব^ অশ্ব দেও, আর মহৎ লোকদের সহিত গণ্য কুর।" পুনশ্চ, ঋগবেদেও এই ঋচ আছে, সঘানে যোগ আভুৱৎ সরামেস পূরধ্যাপ গমদ্বাজেভিরাসন । অর্থাৎ “ হে ইন্দ্র, তুমি মহৎ লোকদের সঙ্গে আমাদিগকে গণ্য কর, এব^ সৰ্ব্বদা আমাদিগকে ধন, স্ত্রী, জ্ঞান, এবণ অাহারীয় দুৰ্য প্রদান কর।” তদ্রুপ ভগবদগীতায় কৃষ্ণ কছেন, “ধনাকাঙুিগণ দূষ্য নহে, বরণ তাহারা সকলে উত্তম।” ফলতঃ শাস্ত্রানুসারে মনের পাপ গণ্য নয়। হিন্দু লোকেরা জানেন যে লোভই সৰ্ব্ব অধৰ্ম্মের মূল। ৩। কাম। মনুর শাস্ত্রেতে ব্যভিচার করণের

  • “আমাদের বিসিক আহার এই দিবসে জেও ”এই প্রার্থনা ইছ্যর সছিক্ত তুলনা করা : , , »۹۱ م