পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

సిపె 8 হিন্দুধর্মের পরীক্ষা। {৫ খণ্ডের নরবলি কী প্রকারে উৎসর্গ করিতে হয়, ইহার বিশেষ বিবরণ কালীপুরাণের রুধিরাধ্যায়ে আছে। তাহাতে আরো লেখে, এক নরবলিতে দেবী সহস্র বৎসর পর্য্যন্ত এবং তিন নরবলিতে লক্ষ বৎসর পর্যন্ত সন্তুষ্ট থাকেন। পূৰ্ব্বকালীন হিস্থ লোকের মহানবমীতে নরবলি উৎসর্গ করিত, ইহা অন্য স্থানে উক্ত আছে; এবং ভবিষ্যপুরাণে কহে, যে দুর্গ মহিষ বলিদান অপেক্ষ এক নরবলিতে সহস্ৰ গুণ অধিক সন্তুষ্ট হন। - রাজপুত ইত্যাদি কোন ২ জাতীয় হিন্থগণের মধ্যে কন্যা বধ করণের রীতি চলিত আছে, ইহা সকলে জানে ; এবং এতজ্জন্য তাহারা নিন্দনীয় বা অপরাধি ৰূপে গণিত না হইয়া অধিক যশস্বী হয়। হিন্দু ধৰ্ম্মানুসারে বিশেষ ২ প্রতিমার সম্মুখে আপন প্রাণ উৎসর্গ করিলে বড় পুণ্য হয়, হিন্দুরা পবিত্র নদীর কোন ২ স্থানে, বিশেষতঃ গঙ্গাসাগরে এবং ত্রিবেণীতে অঙ্গঢালাও পুণ্য জ্ঞান করে। পুনশ্চ বেদে লেখে, যে ব্যক্তি বৃদ্ধ কি জীবনে অনিচ্ছুক, সে আত্মঘাতী হইলে দুষ্য নহে ॥৬ • প্রাচীন ইতিহাসে লিখিত আছে, কালন নামক এক জন বৃদ্ধ ব্রাহ্মণ স্নেকুন্দর বাদশাহের সহিহ বাবিলন দেশে গিয়া আপনাকে ऊँधीनल कäिल ।