পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 ৯৬ হিন্দুধর্মের পরীক্ষা । [৫ খণ্ডের পুরাণে লেখে যে তাহার সমুদয় শরীরে ভগচিকু হইল। মহাভারতে লেখে, স্থৰ্যদেব কুন্তী নামী এক কুমারীকে বলাৎকার করিলে তাছাহইতে কর্ণবীর উদ্ভব হন। চন্দ্র তার নাম্নী আপন গুরু বৃহস্পতির হইয় তাহাকে সমুদ্রে নিক্ষেপ করিলে, সে ৮৬৪ কোট বৎসর পর্যন্ত পৃথিবীকে অন্ধকারে ছাড়িয়া জলের মধ্যে সন্তপ্ত প্রস্তরবৎ শব্দ করিতে লাগিল । পবন দেবতা কৃষ্ণনাথের শত কন্যার প্রতি কামাতুর হইল, এবং কেশরী নামে এক বানরের স্ত্রীর সহিত পরদার করিল; এই কুসংসৰ্গহইতে রামের বন্ধু এবং সহকারি হনুমান জন্মিলেন। বরুণ অগস্ত্য মুনি জন্মিলেন। মহাভারতে লেখা আছে, যম স্বীয় ভূগিনী যমুনার প্রতি কামাতুর হইল, এবং আপন মাভাকে পদাঘাত করিল, তাহাতে সে যমকে শাপ দিলে তাহার পদে পোকা পড়িয়া তাহাকে এখন পর্য্যন্ত ক্লেশ দিতেছে। অগ্নিদেব ছয় জন ঋষিগণের ছয় কন্যার প্রতি মোহিত হইল, কিন্তু আপন্ন স্ট্রর ভয়ে কিছু করিতে পারিল না। বিষ্ণুপুরাণে লেখে, কৃষ্ণ আপন ভ্রাতা বলরামকে মা