পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২১১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

९ ॐ ६. হিন্দুধর্মের পরীক্ষ । {৫ খণ্ডের ৰেঙ্গ ও পুরাণ সংগ্রহকারি ত্রিভুবনে প্রসিদ্ধ ৰেলৱাষ নামে এক পুত্র জন্মিলেন । হিন্দুরা বলে, এমন্ত গুণবান ও পুণ্যাত্মা পুত্ৰ বিৰাহদ্বারা কখনও উৎপন্ন হইত না । হায় ২ ! শুদ্ধতা এবং সত্যতার প্রতি কোন ব্যক্তির যৎকিঞ্চিৎ আদর থাকিলে সে কি এমত কথায় বিশ্বাস করিতে পারে? অথবা পারদারিক ব্যক্তি ব্যভিচারিণীগণের প্রতি প্রসন্ন হইয়া কি তাহাদিগকে পরিত্রাণ দিতে পারে? আর মনুষ্য যদি সৎ পুঞ্জ ইচ্ছা করে, তবে কি তাহাকে স্বস্ত্রী ত্যাগ করিয়া অন্যার সহিত ব্যভিচার করিতে হইবে ? ধিক ২ ! যে ব্যক্তি মায়ার অধীন প্রযুক্ত পরদার করে, তাহার অন্যকে পরিত্রাণ করা দূরে থাকুক, সে নিজেই তাছা পাইবে না; হিন্দু লোকেরা কি স্ব২ বিবেকদ্বারা ইহা বুঝিতে পারে না ? : পরস্তু সময় আরো কছি, দেবতাদের উক্ত কর্মের ফল উত্তম ছিল না । দেখ, পাপ জন্য ব্ৰহ্মা জাr পত্ৰ:মৰ্য্যাদা এবং মস্তকও হারাইলেন; শিবের লিঙ্গ পতিত হইল বিষ্ণু অভিশপ্ত হইলেন; রাষ জাপমঞ্জাভা, ভার্ষ্যা, ও সস্তানগণকে হারাইয়। অবশ শেৰ জাপনি সরযূ নদীতে ডুবির প্রাণ ভ্যাগ কর*