পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভূমিকা। সৃষ্টিস্থিতি পালন কর্তা ষে অদ্বিতীয় অনাদি অনন্ত পরমেশ্বর, তাহারই মহিমা হউক । তিনি পবিত্র, ন্যায়কারী, সত্যময়, অদৃশ্য, এবং অগম্য তেজোনিবাসী ; তাছাকেই আমরা আরাধনা করি । wo ধন্য ২ পরমেশ্বর, যিনি সমুদয়’জগৎ অন্ধকারাবৃত হওন কালে “দীপ্তি হউক বলিৰ মাত্রে তৎক্ষণাৎ দীপ্তি হইল! আর যৎকালে তাবৎ মনুষ্য ভ্ৰমান্ধ হইরা ইতস্ততঃ ভ্রমণ পূর্বক মৃত্যুৰূপ ছায়াতে উপবিষ্ট হইতেছিল, এমন সময়ে যিনি তাহাদের চরণ মঙ্গলপথে চালাইবার নিমিত্তে পুনৰ্ব্বার আজ্ঞা করিলেন, “ দীপ্তি হউক; ” তাহাতে ত্ৰাণৰূপ কুর্ষ্য উদিত হইলে জীবনের পথ সুপ্রকাশ হইল, এতাদৃশ করুণাসাগর পরমেশ্বরকে আমরা সতত ধন্যবাদ করি । - সচ্চিদানন্দ পরমেশ্বর এমত অদ্ভুত জ্যোতিঃ জগতে উদয় করাইয়াছেন, র্যাহার সহিত তুলনা করিতে গেলে দিবাকরের দীপ্তি খদ্যোভের তুলাও হয় না ; কিন্তু হায় ২ ! অনেকানেক লোকের নিকটে জজ্ঞা R