পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরমেশ্বরের পবিত্রতার বিষয় । Ş A ১। পরমেশ্বর সৃষ্টিকৰ্ম্মে আপনাকে পবিত্রৰূপে প্রকাশ করিয়াছেন। ধৰ্ম্মপুস্তকের আরম্ভেতেই লেখা আছে, যথা; “ আদিতে ঈশ্বর আকাশ, ও পৃথিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্তুর সৃষ্টি করিলেন। পরে তিনি আপন সৃষ্ট বস্তু সকলের প্রতি দৃষ্টি করিয়া সকলকেই উত্তম দেখিলেন।” আা ১ অধ্যায় ১ ও ৩১ পদ দেখাঁ । তিনি দূতগণকে পবিত্ৰ ৰূপে * সৃজন করিলেন। মনুষ্যদের আদি পিতামাতার বিষয়ে ২৭ পদে লিখিত আছে, যে র্তাহারা ঈশ্বরের প্রতিমূৰ্ত্তিতে সৃষ্ট হইলেন, অর্থাৎ তাহার ন্যায় পবিত্র + হইলেন ; সুতরাং ঈশ্বর যে পাপের স্রষ্টা, কিম্বা তিনি যে পাপ কাহারো কপালে লিখিয়াছেন, "এমন কথা ধৰ্ম্মপুস্তকের মধ্যে পাওয়া যায় না ; বরঞ্চ লেখা আছে, " ঈশ্বর * দীপ্তিস্বরূপ, র্তাহাতে অন্ধকারের লেশ মাত্র নাই ।” ১ যো ১ । ৫ । অর্থাৎ পাপের সহিত র্তাহার সম্পর্ক নাই, এবং হইতেও পারে না । ইহাতে নিশ্চয় জানা যাইতেছে যে ধৰ্ম্মপুস্তকামুসারে পরমেশ্বর সৃষ্টির কৰ্ম্মে আপনাকে পবিত্র ঠাহরাইয়াছেন। " -

  • ম ২৫ । ৩১ ৷ + ইফি ৪ ৷ ২৪ যাকু ১ । ১৩,১৪ দেখ ।

С 3