পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& о খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । মিথ্য সাক্ষ্য দিও না । লোভ করিও না।” ইত্যাদি । যাত্রা পুস্তকের ২০ । ২—১৭ । - পরমেশ্বরের তাবৎ আজ্ঞার সার এই, যথা ; “তুমি আপন সমস্ত অন্তঃকরণ ও সমস্ত প্রাণ ও সমস্ত চিত্ত ও সমস্ত শক্তিদ্বারা আপন প্রভু পরমেশ্বকে প্রেম কর; এবs আপন প্রতিবাসিকে আত্মতুল্য প্রেম কর।” মাক ১২ | ৩০,৩১ | এ স্থলে পবিত্রতা শব্দে স্নান ও ধৌত করণ ইত্যাদি শরীরের বাহ্যিক পরিস্কৃতত নয়, বরং শরীর ও আত্মা উভয়কে ‘পাপহইতে পৃথক রাখা বুঝায়। যেমন পোল কহিয়াছেন, যথা ; (রো ১২।১।) “হে ভুাতৃগণ, আমি ঈশ্বরের বহুবিধ কৃপাপ্রযুক্ত তোমাদিগকে निबर्डि পূৰ্ব্বক কহিতেছি, তোমরা আপন ২ শরীরকে সজীব ও পবিত্র ও তুষ্টিকর বলিরূপে ঈশ্বরের উদ্দেশে উৎসর্গ কর, এই তোমাদের উপযুক্ত উপাসনা।” পুনশ্চ লেখেন, যথা : ' “ সকলের সহিত নিৰ্ব্বিরোধিতা, ও যাহা ব্যতিরেকে কেহ প্রভুর দর্শন করিতে পাইবে না, এমত পবিত্রতার অনুধাবন কর।” ইত্ৰী ১২ ১৪ । * পুনশ্চ বলি, ধৰ্ম্মপুস্তকের এক প্রকার ফলিতা এই, ঈশ্বর কহিতেছেন, যথা; (১ পি ১। ১৬ ) “ তোমরা পবিত্র হও, কারণ অামি পবিত্র।”