পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

©१. খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। । বেন ; এবং ন্যায়ী বা অন্যায়ী, জ্ঞানী বা মুখ, পরমেশ্বর যাহাকে যাহা সমর্পণ করিয়াছেন, প্রত্যেকহইতে তাহার হিসাৰ লইবেন, পরে সকলে স্ব ২ কৰ্ম্মানুযায়ি ফল পাইবে । তখন যদি কেহ কোন কৰ্ম্মের জন্যে পুরস্কার পায়, ভৰে তদ্রুপ কৰ্ম্মকারি আর ২ লোকের তাছাতে বঞ্চিত হইবে না ; ইহা মথির ১৫ অধ্যায়, এবং প্রকাশিতের ২০ অধ্যায় ইত্যাদি বাইবলের অন্যান্য স্থান পাঠ করিলে জানা যায় । - অতএব দেখ, খ্ৰীষ্টিয়ানধৰ্ম্মে পরমেশ্বরের ন্যায় গুণ স্থৰ্য্যের মত দেদীপ্যমান হয়, তাহাতে আমরা যদি স্বেচ্ছাপূৰ্ব্বক আপনাদের চক্ষু রোধ না করি, তবে তাহার আলো অবশ্য দেখিতে পাইব। ৩ অধ্যায় । পরমেশ্বরের দয়ার বিষয় । পরমেশ্বর দয়ালু। (৪ পৃষ্ঠে দেখ । ) পরমেশ্বরের দয়া গুণের বিষয়ে আমরা এখন খ্ৰীষ্টিয়ান ধৰ্ম্ম পরীক্ষা করি। ইহা যদি প্রমাণদ্বারা