পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/২৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8、 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা । যথার্থ নিক্তিতে ওজন করে ; এবং ঐশ্বরীক পবিত্রতা, ও ন্যায্য ও সত্যতার সহিত মনুষ্যদের অপবিত্রতা, অধৰ্ম্ম, ও মিথ্যাতৃ তোল করে ; এই ৰূপে স্বৰ্গ মৰ্ত্ত্য নিবাসি সকল সাধ্য পর্য্যন্ত যদি এমত কোন উপায় চেষ্টা করে যাহাতে পাপের যথার্থ দগু হইলেও পাপিগণ উদ্ধার পায়, তথাপি তাহারা কদাচ তাছা নির্ণয় করিতে পালিবে না; বরঞ্চ তাহাদের সমস্ত পরিশ্রম ও চিন্তা নিতান্ত বৃথা হইবে। সুতরাং কেবল অদ্বিতীয় ও অনাদি পিতা পুত্র ও পবিত্র আত্মা পরমেশ্বর আপন গৌরব বজায় রাখিয়। এমত পথ প্রকাশ করিতে পারেন, যাহাতে পাপের দণ্ড ও পাপির মুক্তি উভয়েই সিদ্ধ হয়। আর সেই মুক্তি পথ কেবল এক জাতির, বা এক দেশের, কিম্বা এককালীন লোকদের নিমিত্তে নয় ; কিন্তু জগতের আরম্ভাবধি শেষ পর্য্যন্তু আদমের সমুদায় বংশের মিমিত্তেই হইয়াছে। সৰ্ব্বান্তর্যামী ও সৰ্ব্বজ্ঞ পরমেশ্বর ব্যতীত আর কেহ এমত অাশ্চৰ্য্য উপায় কল্পনা করিতে পারিত না । কিন্তু কাহারও মনে যাহা না আইসে, তাহা তিনিই ধৰ্ম্মপুস্তুকে প্রকাশ করিয়াছেন; ইহা তাহার সর্বজ্ঞত্বের ও খ্রীষ্ট ধৰ্ম্মের নিশ্চায়ক লক্ষণ জানিবা ।