পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

yo 3 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। [২ খণ্ডের গিয়া নিত্য র্তাহার দর্শন করে, তজ্জন্য তাহারা ঈশ্বরকর্তৃক সৃষ্ট হইয়াছিল ; এবং যদিও তাহারা পাপ করিয়া তাহার মহানুগ্রহ হারাইয়া আপনাদিগকে নরকযোগ্য করিয়াছে, তথাচ তাহদের সে যন্ত্রণাস্থানে যাইবার আবশ্যকতা নাই; কেননা পরমেশ্বর নরকহইতে উদ্ধারের পথ আপনি প্রকাশ করিয়াছেন। কিন্তু যদি কোন ব্যক্তিরা একগুয়া হইয়া অবিশ্বাস ও আজ্ঞালঙ্ঘন করিতে ক্ষান্ত না হয়, তবে অবশেষে সে স্থানে অবশ্ব যাইবে। তাহা হইলে সকল বস্তু সৃষ্টি করণের যে মহদভিপ্রায়, অর্থাৎ পরমেশ্বরের গৌরব, তাহ যেমন তাহাদের চিরকাল সুখভোগদ্বারা প্রকাশ পাইত, তদ্রুপ তাহীদের অনন্ত শাস্তি ভোগদ্বারাও হইবে। পাপিষ্ঠ মনুষ্যদের জন্যে পরমেশ্বর যে’ত্রাণোপায় করিয়াছেন, তদ্বারা তাহার। এমত শ্ৰেষ্ঠ পদের অধিকারী হয় যে নিম্পাপি মনুষ্যগণও কখন প্রাপ্ত হইতে পারিত না; কেননা তাহারা যদ্যপিও কখন পাপ না করিত, তবে কেবল আপন ২ পুণ্যের ফল ভোগ করিতে পারিত; কিন্তু পাপ করাতে সকলই দণ্ডের পাত্র হইলেও ঈশ্বরের অসীম অনুগ্রহদ্বারা প্লত্যেক অমুতাপি ও বিশ্বাসকারি মনুষ্য খ্রীষ্টের