পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

b’ b খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। [৩ খণ্ডের তৃতীয় খণ্ড । খ্ৰীষ্টধৰ্ম্মে প্রকাশিত পরমেশ্বর ও মনুষের পরসুর সম্বন্ধ।

  • <書を演*

১ অধ্যায় । ঈশ্বর ও মনুষ্যদের পরম্পর কীৰ্দশ সম্বন্ধ তাহ। সত্যধৰ্ম্মে অবশ্য প্রকাশ হুইবে । ( ৬ ৭ পৃষ্ঠে দেখ।) ১। বাইবলে লিখিত আছে, যে পরমেশ্বর মনুষ্যদের সৃষ্টিকৰ্ত্তা, ও প্রতিপালক হইয়। তাছাদের ও অন্যান্য তাবৎ বস্তুর উপরে কতৃত্ব করেন ; আর “র্তাহাতেই আমাদের জীবন ও গমনাগমন ও সত্ত্ব হয়।” (প্রে১৭। ২৮।) ধৰ্ম্মপুস্তকের মধ্যে অদৃষ্টের বিষয়ে কোম কথা লেখা নাই, বরঞ্চ তদ্বিপরীত লিখিত আছে, ঈশ্বর সৃষ্টি করণ কালে মনুষ্যদিগকে "ভাল ও মন্দ উভয় করিবার ক্ষমতা দিয়াছিলেন, তাহাতে-তাহারা আপন ২ ইচ্ছানুসারে ঈশ্বরকে জানিতে ও র্তাঙ্কার আজ্ঞা পালন করিতে সক্ষম হইত ; অথবা ঈশ্বরকে বিস্মৃত হইয় তাহার আজ্ঞা লঙ্ঘন করিতেও পারিত ; তদ্ভিন্ন ঈশ্বর তাহাদিগকে কৰ্ত্তব্যাকৰ্ত্তব্যের বিষয় এবং কাহার আজ্ঞাপালনে ।