পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&

  • चथयग्नि ।] মূসার আশ্চৰ্য্য ক্রিয়া । ఫి(?

পরমেশ্বর ইসায়েলীয়দিগকে দিবসে পথে লইয়া যাওনার্থে মেঘন্তম্ভে ও দ্রাত্রিতে দীপ্তিদানার্থে অগ্নিস্তম্ভে স্থিত হইয় তাহাদের অগ্রে ২ গমন করিতেন ; এই রূপে দিবা রাত্রি তাহাদিগকে গমন করাইতেন । ভিনি লোকদের সমূখহইতে দিনে মেঘস্থম্ভ ও রাত্রিতে অগ্নিস্তম্ভ দূর করিতেন না। কিন্তু তাহাদের গমনের কিছু ক্ষণ পরে ফিরেীণ অনুতাপ করিয়া তাহাদিগকে ধরিয়া আনিতে আপন সৈন্য, রথ, ও অশ্বাদি লইয়াঁ তাহাদের পশ্চাৎ ২ চলিল । ইস্রায়েলারের সূফ সাগরের নিকটৱৰ্ত্তী হইতে ২ সে তাহাদের লাগাইল পাইল। যখন তাহার ফিরেীণের সৈন্যগণকে নিকটবৰ্ত্তি ও দক্ষিণে ও বামে উচ্চ ২ পৰ্ব্বত, এব^ সমুথে সমুদ্রের তরঙ্গ দেখিল, তখন অতিশয় ভীত হইয়া তাহারণ ঈশ্বরোদেশে প্রার্থনা করিতে লাগিল। পরে তাহারা মূসাকে বলিল, মিসরে কি কবর ছিল না, এই জন্যে আমাদিগকে প্রান্তরে মারিতে আনিলা? তখন ' পরমেশ্বর মূসাকে কহিলেন,তুমি ইসুয়েল বংশকে অগ্রসর হইতে কহ ; এব^ আপন যষ্টি লইয়া সমুদ্রের উপর হস্ত বিস্তার করিয়া তাহাকে দুই ভাগ কর; ਚੋਲ਼ ইসুয়েল বলশের সমুদ্রের মধ্য দিয়া স্তষ্ক ভূমিতে চলিয়া যাইবে। মূসা তদ্রুপ করাতে সমুদ্র বিড়াগ হইলর অরি তাহাদের দক্ষিণে ও বামে জল সকল প্রাচীরস্বরূপ হইলে ইসুয়েল ব^শ গুস্ক পথ দিয়া সমুদ্র পার হইয়া গেল। পরে ফিরোণের সৈন্য সামন্ত অশ্ব ও রঙ্গ যুদ্ধ তাহাদের পশ্চাৎ ২ ধাবমান হইয়া সমুদ্রের মধ্যে প্রবেশ করিল। যখন ইস্রায়েল বণশ নিরাপদে পার হইয়া