পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ] আদিভাগে লিগিত আশ্চৰ্য্য কৰ্ম্ম । ఏ * অন্য স্থানে অরণুের মধ্যে ভ্রমণ করলেও তাহদের প ফুলিল না এবং বস্তুও জীর্ণ হইল না ক । আর মুসার সঙ্গে অত্যপ লোক ছিল, ইহা যেন কেহ বোধ না করে, কেননা অস্ত্রধারি ছয় লক্ষ পুরুষ ছিল ; তদ্ভিন্ন তাহদের সকলের পরিবার ও বৃদ্ধ পিতা মাতা ও আত্মীয় লোক এবং বিদেশীয় বড় জনতা তাহাদের সহিত প্রস্থান 1 করিল, তাহা গণনা করিলে বোধ হয় ৩০ লক্ষ লোকের নূ্যন হইবে না। ঐ সকল লোক ও মেষগবাদি অনেক পশু উক্ত আশ্চৰ্য্যৰূপে চল্লিশ বৎসর পর্য্যন্ত বনের মধ্যে প্রতিপালিত ও রক্ষিত ও পরিহিত হইয়াছিল। জগতের মধ্যে আর কোন শাস্ট্রে এমত আশ্চৰ্য্য ব্যাপার দেখা যায় না। এতদ্ভিন্ন মূসার আরো অনেকানেক আশ্চৰ্য্য ক্রিয়া লিখিত আছে। মনুষ্য যেমন আপন ৰন্ধুর সহিত কথোপকথন করিয়া থাকে, তেমনি পরমেশ্বর মুসার সহিত করিতেন, তাহা কেবল নয়, বরং তিনি সকল ইস্রায়েল লোকদের সম্মুখে আপনাকে প্রকাশ করিলেন। বিশেষতঃ, তিনি সীনয় পৰ্ব্বতে مہمس، o * ষা ১৬। দ্বি ৮। ২-৪। নিছি ৯। ২০,২১। ীি যা ১২ । ১৭, ৩৮ ৷

  • * J. 聯