পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ *াখ্যায়।] ইস্মায়েল বিষয়ক ভাবিৰাক্য। చిరీ করিয়া কিমানদেশ অধিকার করিয়াছিঞ্জ ; এবং কিমান বংশজ' আফ্রিকার অনেকানেক জাতি আপন২ জাতাদের অর্থাঃ শাম ও যেক্ষতের বংশীয়দের নিকটে ক্রীত দাস হইয়া আছে। মুসল"মান ও খ্ৰীষ্টিয়ানের তাহদের লক্ষ ২ লোককে ধরিয়া মান দেশে বিক্রয় করিয়াছে, এখনও করিড়েছে। লোহ আরো বলিলেন, “বেক্ষত শামের ভাস্কুতে বাস করবে।” এক্ষণে বিবেচনা কর, যীশু খ্ৰীষ্ট শারীরিক ভাবে শামের বংশে উৎপন্ন হইস্নাছিলেন ; এবং যেফতের বংশ অর্থাৎ ইংরাজ, রুষীয় ও ফ্রাসিস ইত্যাদি ইউরপখণ্ডের লোকেরা খ্ৰীষ্টিয়ান হওয়াতে তাহদের এক প্রকার শামের তাম্বুতে বাস করা হইয়াছে। আরো দেখ, হিন্দুস্থানের লোকেরাও শামের বংশ ; তাহাতে ইংরাজের এই দেশ অধিকার করিয়া এইক্ষ্মণে শামের তাতে বাস করিতেছে। ইয়াকে অতি আশ্চর্য ভাবিবার অৰশু বলিতে হইবে। ২। ইসমায়েল বিষয়ক ভবিষ্যদ্বাক্য। f ইব্রাষ্ট্রম আপন দাসী হাজিরার গর্বে ইসমায়েল নামক এক পুত্রকে জমাইলেন; তাহার বংশ অদ্যাপি আরব দেশে বাস করিতেছে। ইসমায়েলের নাম