পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৯ অধ্যায় ] যিহুদীয়দের বিষযে ভাবিবাক্য। Yo Y নাশ করিল, তখন এত যিহুদীয় লোক বিক্রীত হইল যে অকৰ্ম্মণ্য বস্তুর ন্যায় কেহই তাহাদের মূল্যের কথাও জিজ্ঞাসা করিল না। তখন তাঙ্কাদিগকে মিসর দেশে পাঠান গেল। সেখানে যাইতে ২ জাহাজ সকল ভাঙ্গিয়া যাওয়াড়ে অনেকে ডুবিয়া মরিল ; এবং তাছাদের মধ্যে যাহারা বাচিয়া ছিল, তাকারাও দুর্ভিক্ষ্য প্রযুক্ত ছিন্ন ভিন্ন হইয়া মারা পড়িল। যোসীফসের এই কথাতে আর মুসার ভবিষ্যদ্বাণীতে কেমন ঐক্য দেখা যাইতেছে! তিনি যিহুদীয়দিগকে কহিয়াছিলেন, “পরমেশ্বর তোমা দিগকে জাহাজে চড়াইয়া মিসরেতে পুনৰ্ব্বার লইয়া যাইবেন, আর সেখানে তোমরা দাস দাসীর কারণ আপন শজুদের কাছে বিক্রীত হইতে যা ইৱা, কিন্তু কেহ তোমাদিগকে ক্রয় * করিবে না।” এই সকল কথা সিদ্ধ হওনের বৃত্তান্ত রোমীয়দের ইতিহাস গ্রন্থেও লেখা হইয়াছেৰ তাহারা তো যিছ-- দীয় ছিল না, খ্ৰীষ্টিয়ানও ছিল না, বরং দেৱপুজক ছিল। মুসা এই সকল ঘটনার সংবাদ ১৭০০ সতর শত বৎসর পূর্বে দিলে তাহ সময়ানুসারে পূর্ণ হইল। দেখ, এ কেমন আশ্চৰ্য্য ভবিষ্যদ্বাক্য ।

  • দ্বি ২৮ । ১৮ ।

L