পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায়। অন্য জাতীয়দের বিষয়ে ভাবি বাক্য । ১১১* অবধি আছে, এবং তাহারা তাহার छूठ ७ बर्डমান অবস্থা ভাল জানে। মিসর দেশের বিষয়। কথিত আছে পূৰ্ব্বতন কালে মিসর দেশে ১৮০ ০০ নগর ও ১৭০ ০০ ০০০ এক ক্রের সপ্তর লক্ষ লোক ছিল। যৎকালে সে অতি ধনাঢ্য ও উর্বরা এবং পরাক্রমশীল রাজ্য ছিল, তৎকালে ফিরিমিয়ু, ও মিশারিয় ও ষিহিস্কেল ভবিষ্যদ্বক্তৃগণ তাহার নাশের ভাবি সমাচার দিলেন । শেষোক্ত ভবিষ্যদ্বক্ত। এই কথা স্পষ্টৰূপে কহেন । “ তাহা (অর্থাৎ মিনর) অন্যান্য রাজ্যের মধ্যে আপকৃষ্ট হইবে, এব^ তাহারা জাতিগণের উপরে অার ऽबड. হক্টবে না; তাহারা যেন অন্য জাতীয়ুদের উপরে আর কর্তৃত্ব করিতে না পারে, এই জন্যে আমি তাহাদিগকে ক্ষুদ্র করিব। এব৯ মিসর দেশীয় আর কোন লোক রাজা হক্টৰে না।” যিহি ২১ । ১৫ ও ৩০ । ১৩ । এখন বিবেচনা করা কৰ্ত্তব্য ; তুই সহস্ৰ চারি শতবৎসরের অধিক হইল। এই ভাবিবাক্য কঞ্চিত হইয়াছিল,এবং মিসর দেশ যে পুরুষানুক্রমে এমত অধম হইবে, তৎকালে ইহার কোন চিকুই ছিল না । কিন্তু ভাবিবাক্যানুসারে সকলই ঘটিয়াছে’, কারণ অপ সময়ের মধ্যে প্রথমে বাবিল, পরে পারস্য*দেশীয়