পাতা:সদ্ধর্ম্ম নিৰূপণ - প্রথম ভাগ.djvu/৩৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°3、也 খ্ৰীষ্টধর্ম পরীক্ষা। [৪ খণ্ডের লোর (অর্থাৎ সান্থনাকারির) আগমন যদবধি না হয়, তাবৎ যিৰূদাহইতে রাজদণ্ড ও তাহার ৰশশহইতে বিচারাধ্যক্ষত যাইবে না।” తెTI 8షి | : a | পূৰ্ব্বোক্ত পদেতে যাহার আগমনের সং আছে, তিনিই মসীহ অর্থাৎ খ্ৰীষ্ট ৰটেন, ইহ বিহুদীরেরাও স্বীকার করে, এখন বিবেচ্য এই, গত ১৮০০ আঠার শত ৰৎসরের মধ্যে যিহুদায়দের কেহ রাজা অথবা ব্যবস্থাপক হয় নাই ; বরং তৎকালাবধি তাহারা অন্যান্য লোকদের মধ্যে ছিন্ন ভিন্ন হইয় তাহদের বশীভুত হইয়াছে; এবং ভাহীদের বংশাবলি সকল গোলমাল হইয়াছে, ক্লিম্বা হারাণ গিয়াছে, তাহাতে কে কোন গোষ্ঠীতে জন্মিয়াছে, এখন ইহা নির্ণয় করা অসাধ্য। অতএব নিশ্চয় জানা যায় যে খ্ৰীষ্ট ইহার ১৮০০ বৎসর পুৰ্ব্বে অবশ্বই আসিয়াছিলেন। t - এভদ্বিষয়ে গাব্রিয়েল দূত দানিয়েল ভবিষ্যদ্বক্তাকে এই কথু কছেন, যথা: - “ আজ্ঞাল্লম্বনের সমাপ্তি করিতে, ও পাপের শ্লেষ করিতে, ও অপরাধের প্রায়শ্চিন্তু করিতে, ও নিত্যস্থায়ি ধৰ্ম্ম আনয়ন করিতে, এবং দর্শন ও ভবিষ্যদ্বাক্য মুদ্রান্ধিত করিতে, ও মহাপবিত্র ব্যক্তিকে অভিষেক করিতে, তোমাৱ লোকদের ও তোমার পবিত্র নগরের বিষয়ে সপ্তরি